আইএসএলে লিগ টেবলে এখন সবার শেষে এটিকে !

Last Updated:

এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলে ফেললেও একটাতেও জয়ের মুখ দেখতে পারল না টেডি শেরিংহ্যামের ছেলেরা ৷

#চেন্নাই: আইএসএলে গতবারের চ্যাম্পিয়নদের দুঃসময় অব্যাহত ৷ এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলে ফেললেও একটাতেও জয়ের মুখ দেখতে পারল না টেডি শেরিংহ্যামের ছেলেরা ৷ বৃহস্পতিবার অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফ সি-র বিরুদ্ধে শেষ মিনিটের গোলে আরও একটা হার হজম করতে হল এটিকে-কে ৷ ম্যাচের ফল চেন্নাইয়ের পক্ষে ৩-২ ৷
রবি কিনকে দ্বিতীয়ার্ধে নামিয়েও বিশেষ লাভ হয় নি ৷  ম্যাচে দু’বার পিছিয়ে  দু’বার সমতায় ফেরার পরও ইঞ্জুরি টাইমের গোলে ম্যাচ হারে কলকাতা ৷ চার ম্যাচ খেলে মাত্র দু’পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের তলানিতে শেরিংহ্যামের দল। চেন্নাইয়ের হয়ে বৃহস্পতিবার জোড়া গোল করেন জেজে। কলকাতার হয়ে গোলগুলি করেন কুকি ও জেকিনহা।
advertisement
Hero ISL M18 - Chennayin v ATK
advertisement
ঘরের মাঠে এটিকে-কে হারিয়ে এখন লিগ টেবলে সবার উপরে চেন্নাই ৷ চার ম্যাচ খেলে তিনটেতে জেতায় এখন তাদের সংগ্রহে ৯ পয়েন্ট ৷ অন্যদিকে চার ম্যাচ খেলে একটা ম্যাচেও এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি শেরিংহ্যামের ছেলেরা ৷ এতদিন দলের মার্কি প্লেয়ার চোটের জন্য মাঠের বাইরে ছিলেন ৷ এদিন পরিস্থিতি খারাপ দেখে ম্যাচের ৬১ মিনিটে আধ-ফিট প্লেয়ারকেও মাঠে নামাতে বাধ্য হন এটিকে কোচ ৷ কিন্তু একটি গোলের পাস বাড়ানো ছাড়া আর বিশেষ কিছুই করেননি আইরিশ তারকা কিন ৷ 
advertisement
Team Standings Courtesy: ISL Team Standings Courtesy: ISL
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইএসএলে লিগ টেবলে এখন সবার শেষে এটিকে !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement