যুব বিশ্বকাপের পর এবার আইএসএল ফাইনালের দায়িত্ব পেল যুবভারতী !
Last Updated:
এমনটা যে হবে, তা আশা করা গিয়েছিলই ৷ শেষপর্যন্ত সেটাই বাস্তবে ঘটল ৷
#কলকাতা: এমনটা যে হবে, তা আশা করা গিয়েছিলই ৷ শেষপর্যন্ত সেটাই বাস্তবে ঘটল ৷ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালের পর এবার আইএসএল ২০১৭-১৮-র ফাইনাল আয়োজনেরও দায়িত্ব পেল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণ ৷ এর পাশাপাশি কলকাতায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই ম্যাচ সরে গিয়ে হচ্ছে কোচিতে ৷ অর্থাৎ আগামী ১৭ নভেম্বর কেরলের কোচিতে হবে এবারের আইএসএল-এর উদ্বোধনী ম্যাচ ৷ ওই ম্যাচে মুখোমুখি হবে এটিকে এবং সচিনের কেরল এফসি ব্লাস্টার্স ৷
১৭ নভেম্বর থেকে শুরু হতে চলা এবারের আইএসএল চলবে প্রায় চার মাস ধরে ৷ টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ মার্চ কলকাতায় ৷ এর আগে যুবভারতীতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হলেও আইএসএল ফাইনাল হবে এই প্রথমবার ৷ ১৭ নভেম্বর কোচি-কলকাতার ম্যাচের পর দু’দল ফের মুখোমুখি হবে ৯ ফেব্রুয়ারি যুবভারতীতে ৷
যে দুটি ম্যাচের দিন বদল হল ৷ সেগুলো হল :-
advertisement
advertisement
· 17th November 2017 : Kerala Blasters FC Vs ATK at Kochi
· 9th February 2018 : ATK vs Kerala Blasters FC at Kolkata
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2017 5:13 PM IST