বলিউডি চমক নয়, পঞ্চম আইএসএলের উদ্বোধনের স্লোগান...‘ফুটবলের সঙ্গে চলো রে’
Last Updated:
শুরু আইএসএল ২০১৮-১৯৷ শুরুর দিনেই বদলের ইঙ্গিত দিয়ে শুরু ভারতের মিলিয়ন ডলার ফুটবল টুর্নামেন্ট ৷
#কলকাতা: দেখতে দেখতে পঞ্চম বর্ষে পা দিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ৷ টুর্নামেন্টের প্রথম বছরের মতো এবছরও উদ্বোধনী ম্যাচ কলকাতায় ৷ ঘরের মাঠে এটিকে-র প্রতিপক্ষ টুর্নামেন্টের আরেক ফেভারিট দল কেরল ব্লাস্টার্স ৷ তবে এবছর কোনও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নয় ৷ টুর্নামেন্টের সংগঠকদের মূল ফোকাস ফুটবলেই ৷ তাই উদ্বোধনী অনুষ্ঠানে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানির পাশাপাশি তারকাদের মুখ বলতে এবছর শুধুমাত্র গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি দলের মালিক অভিষেক বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট হিমা দাস ৷
টুর্নামেন্টের ফর্ম্যাট গতবছর থেকেই বদলেছে ৷ এবছর টুর্নামেন্ট আরও বেশি দীর্ঘ ৷ আজ, শনিবার থেকে শুরু হয়ে প্রায় ছ’মাস ধরে চলবে এবছরের আইএসএল ৷ এদিনের ১৭ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে গত চার বছরের মতো বলিউডের কোনও তারকাকে নাচে বা গানে অংশ নিতে দেখা যায় নি ৷ চেন্নাইয়িনের মালিক অভিষেক বচ্চন ট্রফি নিয়ে মাঠে ঢোকার পাশাপাশি পতাকা নিয়ে যুবভারতীর ট্র্যাকে মার্চপাস্টেও দেখা যায় কলকাতা এবং কেরল দলের প্রতিনিধিদের ৷ সেইসঙ্গে নীতা আম্বানির ঘোষণা, ‘‘ দেশের সবাইকে এখন ফুটবলের ফ্যান হতে হবে... ফুটবলের সঙ্গে চলো রে ৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2018 10:45 PM IST