ISL prize money in crores : রেকর্ড পরিমাণ প্রাইজ মানি বাড়ল আইএসএলে

Last Updated:

ISL record prize money allocated by FSDL League Winners to gain nine and half crores.বৃদ্ধি হয়েছে লিগ শিল্ড উইনারের ক্ষেত্রে। অর্থাৎ যে দল লিগ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকবে তারা আর ৫০ লক্ষ নয়, পাবে সাড়ে তিন কোটি টাকা

সব রেকর্ড ছাড়িয়ে গেল আইএসএল পুরস্কার মূল্য
সব রেকর্ড ছাড়িয়ে গেল আইএসএল পুরস্কার মূল্য
গত দুই মরশুমে এই পুরস্কার হিসেবে সংশ্লিষ্ট দল পেয়েছে ৫০ লক্ষ টাকা। পুরস্কারের পাঁচটি ক্যাটেগরিতে পুরস্কারমূল্য়ে সামঞ্জস্য আনতে এবার লিগ শিল্ড উইনারের প্রাইজমানি আরও তিন কোটি টাকা বাড়িয়ে সাড়ে তিন কোটি করা হল। আইএসএলে লিগশীর্ষে থাকা দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দেশের প্রতিনিধিত্ব করে থাকে। ২০১৯-২০ লিগশীর্ষে ছিল এফসি গোয়া। গতবার লিগশীর্ষ দখলের পাশাপাশি আইএসএল চ্যাম্পিয়নও হয় মুম্বই সিটি এফসি।
advertisement
advertisement
শিল্ড উইনারের পুরস্কারমূল্য তিন কোটি বাড়ানো হলেও চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের প্রাইজমানি কমানো হয়েছে। এবার থেকে চ্যাম্পিয়ন দল আট কোটির পরিবর্তে পাবে ৬ কোটি টাকা। রানার-আপ দল চার কোটি টাকার পরিবর্তে প্রাইজমানি হিসেবে পাবে ৩ কোটি টাকা। বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে দেড় কোটি টাকা করে। ফলে দেখাই যাচ্ছে ফাইনালের শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপের পুরস্কারমূল্য কমলেও আখেরে সব দলের কাছেই অন্যবারের চেয়ে বেশি পুরস্কারমূল্য জেতার হাতছানি থাকছে। আর তাতেই তীব্রতর হতে পারে প্রতিদ্বন্দ্বিতা।
advertisement
লিগশীর্ষে থাকা দল সাড়ে তিন কোটি টাকা পাবে। সেই দল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে সবমিলিয়ে তারা পাবে সাড়ে ৯ কোটি টাকা। যদি লিগশীর্ষে থাকা দল ফাইনালে হেরে গিয়ে রানার-আপ হয় তাহলেও তারা সাড়ে ৬ কোটি টাকা পাবে। যদি লিগশীর্ষে থাকা দলকে তৃতীয় বা চতুর্থ স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাহলেও তারা ন্যূনতম ৫ কোটি টাকা নিয়েই ফিরবে।
advertisement
২০২১-২২ মরশুম থেকে প্রাইজমানি পুল বেড়ে হচ্ছে ১৫.৫ কোটি টাকা। এবারও গোয়াতেই হবে আইএসএলের সব ম্যাচ। ১৯ নভেম্বর ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের উদ্বোধন হবে এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার ম্যাচ দিয়ে। অর্থ মূল্য বেড়ে যাওয়ার ফলে খেলার মান বাড়ে কিনা সেটাই দেখতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL prize money in crores : রেকর্ড পরিমাণ প্রাইজ মানি বাড়ল আইএসএলে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement