ওড়িশার বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে এটিকে মোহনবাগান
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যেই নামছে সবুজ মেরুন ব্রিগেড।
#কলকাতা: চলতি আইএসএলে শুরুটা দারুণ হয়েছে এটিকে মোহনবাগানের। কেরলের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বী এস সি ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন অ্যান্টনিও লোপেজ হাবাসের ছেলেরা।
বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যেই নামছে সবুজ মেরুন ব্রিগেড। এটাই প্রথম হোম ম্যাচ হতে চলেছে প্রীতম কোটাল, প্রবীর দাসদের। ওড়িশা প্রথম ম্যাচে হেরে গেলেও শেষ ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও ম্যাচ ড্র করেছিল। ব্রাজিলীয় দিয়েগো মরিসিও দুরন্ত খেলেছিলেন। হাবাস এই ম্যাচে এডু গার্সিয়াকে সম্ভবত পাচ্ছেন না। তাই শুরু থেকেই রয় কৃষ্ণর পাশে শুরু করবেন ডেভিড উইলিয়ামস। দল মোটামুটি অপরিবর্তিতই রাখার ইঙ্গিত পাওয়া গেছে। স্প্যানিশ কোচ এদিন জানিয়েছেন ডিসেম্বরে মোট ৬ টা ম্যাচ খেলতে হবে তাদের। সবকটাই তিনি জিততে চান। পাশাপাশি এটাও জানিয়ে রেখেছেন জানুয়ারিতে ফিটনেসের শীর্ষে উঠবে দল।
advertisement
ওড়িশার কোচ স্টুয়ার্ট বাকসটার দক্ষিণ আফ্রিকায় কোচিং করানোর সময় থেকে হাবাসকে চেনেন। তবে সেটা মাঠে কোনো প্রভাব ফেলবে না। দুটো ম্যাচে দেখা গেছে প্রথমার্ধটা বিপক্ষকে মেপে নিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণ তৈরি করছে রয়, শুভাশিস বসুরা। পরিবর্ত হিসেবে নেবে দুটো ম্যাচেই পার্থক্য গড়ে দিয়েছেন মনবীর সিং। তবে আরও একবার স্প্যানিশ কোচ জানিয়ে রাখলেন নাম নয়, তার কাছে পারফরম্যান্স শেষ কথা। পাশাপাশি বলে রাখলেন তিনি ম্যাজিক জানেন না, প্রতিপক্ষ বুঝেই বুদ্ধি করে দল করেন। ব্র্যাড ইনম্যানকে এই ম্যাচে ব্যবহার করতে পারেন দুই বারের চ্যাম্পিয়ন কোচ।
advertisement
advertisement
Rohan Roy Chowdhury
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2020 6:04 PM IST