#গোয়া:এক দিকে ১৩০ বছরের সুপ্রাচীন ঐতিহ্য, অন্য দিকে তিনবারের ISL চ্যাম্পিয়ন ATK FC৷ এ বার গাঁটছড়া বেঁধে মাঠে নামছে ATK মোহনবাগান FC৷ উল্লেখ্য, এটিই মোহনবাগানের প্রথম ISL সফর। তাই বাগান-ভক্তদের উন্মাদনা তুঙ্গে।
আইএসএল-এর প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্স-এর বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান৷ বাগান ভক্তদের সবথেকে বড় ভরসা আক্রমণভাগে রয় কৃষ্ণা- ডেভিড উইলিয়ামস জুটি৷ এ ছাড়াও রয়েছেন তরুণ ভারতীয় স্ট্রাইকার মনবীর সিং৷ শুধু কৃষ্ণা-উইলিয়ামস জুটি নয়, বিপক্ষের ডিফেন্ডারের ঘুম ওড়াতে রয়েছেন আইএসএল-এর অন্যতম সফল বিদেশি এদু গার্সিয়া৷ গোল করানোর পাশাপাশি করতেও পারেন তিনি৷ মাঝমাঠে ভরসা দিতে থাকছেন ব্র্যাড ইনম্যান, কার্ল ম্যাকহিউজরা৷ আবার বাগান ডিফেন্সও টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী৷ এটিকে-তে খেলে যাওয়া তিরিকে এবার এটিকে-মোহনবাগানে ফেরানো হয়েছে৷ তার সঙ্গে থাকছেন দেশের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান৷ এ ছাড়াও রয়েছেন প্রীতম কোটাল৷ দুই প্রান্তে ঝড় তুলতে থাকছেন অভিজ্ঞ প্রবীর দাস, প্রতিশ্রুতিমান সুমিত রাঠিরা৷ সবথেকে বড় কথা, এটিকে-মোহনবাগানের হেডস্যার দু' বার আইএসএল জয়ী কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস৷ তাঁর মগজাস্ত্রের ধার কতটা, গত বছরও তা ভাল ভাবে টের পেয়েছে বিপক্ষ দলগুলি৷
ATK মোহনবাগানের পুরো টিম:
এক নজরে দেখে নিন ATK মোহনবাগানের ম্যাচের দিনগুলি:২০ নভেম্বর, শুক্রবার- ATK মোহনবাগান FC বনাম কেরালা ব্লাস্টার্স । GMC স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
২৭ নভেম্বর,শুক্রবার- ATK মোহনবাগান FC বনাম SC ইস্টবেঙ্গল। তিলক ময়দান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
৩ ডিসেম্বর, বৃহস্পতিবার- ATK মোহনবাগান FC বনাম ওড়িশা FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
৭ ডিসেম্বর, সোমবার- ATK মোহনবাগান FC বনাম জামশেদপুর FC । তিলক ময়দান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
১১ ডিসেম্বর, শুক্রবার- ATK মোহনবাগান FC বনাম হায়দরাবাদ FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
১৬ ডিসেম্বর, বুধবার- ATK মোহনবাগান FC বনাম FC গোয়া। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
২১ ডিসেম্বর, সোমবার- ATK মোহনবাগান FC বনাম বেঙ্গালুরু FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
২৯ ডিসেম্বর, মঙ্গলবার- ATK মোহনবাগান FC বনাম চেন্নাইয়ান FC। GMC স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
৩ জানুয়ারি, রবিবার- ATK মোহনবাগান FC বনাম নর্থ ইস্ট ইউনাইটেঢ FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
১১ জানুয়ারি, সোমবার- ATK মোহনবাগান FC বনাম মুম্বই সিটি FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।
ISL-এর ATK মোহনবাগানের সমস্ত ম্যাচগুলি স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ হিন্দি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। পাশাপাশি Disney+Hotstar VIP-তেও দেখা যাবে।