ISL 2020-21: তিন পয়েন্ট এলেও মন ভরল না, জয় দিয়ে আইএসএল অভিযান শুরু সবুজ মেরুনের

Last Updated:

রয় কৃষ্ণার একমাত্র গোলে কেরলকে হারিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করল এটিকে-মোহনবাগান ৷

Photo Courtesy: ISL
এটিকে-মোহনবাগান: ১ (রয় কৃষ্ণা-৬৭')
কেরালা ব্লাস্টার্স: ০
advertisement
#গোয়া: করোনা আবহে প্রস্তুতি যে খুব একটা ভাল হয়নি কোনও দলেরই, তা বলা বাহুল্য ৷ শুক্রবার এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের উদ্বোধনী ম্যাচেই তার কিছুটা আভাস পাওয়া গিয়েছে ৷ জয় দিয়ে শুরুটাই আসল। দারুণ কিছু ফুটবল প্রথম ম্যাচে খেলা কঠিন। বিশেষত এই কোভিড পর্বে। প্র্যাকটিস ভাল পায়নি কোনও দলই । তাও টুর্নামেন্টের শুরুতেই জয় পেতে মুখিয়ে থাকে যে কোনও টিমই ৷ সেই কাজে এদিন সফল সবুজ-মেরুন ব্রিগেড ৷ রয় কৃষ্ণার একমাত্র গোলে কেরলকে হারিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করল এটিকে-মোহনবাগান ৷
advertisement
মোহনবাগানের ভাল দিক বলতে টিমে মাঠের ভেতরে জনা তিনেক নেতা রয়েছেন। যাঁদের কাজ সতীর্থদের তাতানো। রয় কৃষ্ণা এদিন যেন শ্রীকৃষ্ণের ভূমিকায়। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের একমাত্র গোলটি ৬৭ মিনিটে আসে তাঁর পায়ের থেকেই ৷ পরিবর্ত ফুটবলার মনবীরের পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন কৃষ্ণা।
advertisement
দুটো দলের একটারও টিম সেট হয়নি এখনও। এটিকে-মোহনবাগানের ফুটবলারদের পারফরম্যান্সে ম্যাচ প্র্যাকটিসের অভাব স্পষ্ট। ম্যাচে প্রথমার্ধে কুড়ি থেকে পচিশটা মিস পাস খেলে বাগান ব্রিগেড। রয় কৃষ্ণাকে দেখে মনে হচ্ছিল তিনি ম্যাচ ফিট নন। তবে পরে অবশ্য তিনিই গোল করে জেতালেন দলকে ৷ তবে খেলার মান এদিন তেমন ভাল হয়নি ৷ তাই তিন পয়েন্ট পেলেও দলের খেলায় মন ভরেনি সবুজ-মেরুন সমর্থকদের ৷ তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন যেকোনও টিমের পক্ষেই। তাও আবার করোনা আবহে ৷
advertisement
গোটা ম্যাচে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মোহনবাগান ৷ নাহলে ব্যবধান আরও বাড়ানো যেত ৷ খেলা শুরুর ৪ মিনিটের মাথায় সুযোগ পেয়ে গিয়েছিল এটিকে-মোহনবাগান।জাভি হার্নান্ডেজের কর্নার থেকে আসা বল সেইসময়ে গোলে ঠেলতে পারেননি রয় কৃষ্ণা। শুরুতেই এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হারায় মোহনবাগান।
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2020-21: তিন পয়েন্ট এলেও মন ভরল না, জয় দিয়ে আইএসএল অভিযান শুরু সবুজ মেরুনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement