মহাষ্টমীতে রাজধানীতে কঠিন পরীক্ষার সামনে এটিকে, ভাগ্যের চাকা কি বদলাবে কপেল ব্রিগেডের ?

Last Updated:
#নয়াদিল্লি: শহর কলকাতা যখন মেতে উঠেছে আনন্দ উৎসবে, ঠিক সে সময় নিজেদের দুঃসময় কাটাতে পরীক্ষায় বসতে হচ্ছে এটিকে-কে। যদিও ঘরের মাঠে নয়। রাজধানী দিল্লিতে।
গত চারবছরের আইএসএল ইতিহাসে এমন সময় এটিকের সামনে আসেনি। দুটি ম্যাচ ঘরের মাঠে খেলার পরেও যাদের পয়েন্টের জায়গায় শূন্য বসাতে হচ্ছে। গোল নেই একটাও। বোঝাই যাচ্ছে দিল্লির মাঠে ঠিক কতটা চাপে এটিকে।
কোচ কপেল জানিয়েছেন, ‘' আসলে আমরা এখন পিছনের থেকে সামনে তাকাতেই বেশি পছন্দ করব। জানি আমরা শেষ ম্যাচে তেমন সুযোগ তৈরি করতে পারিনি। প্রথম ৩০ মিনিটের মধ্যেই দশ জন হয়ে যাওয়াটাই আমাদের সব ভাবনা উল্টে দেয়। ১১ জনের বিরুদ্ধে ১০ জন খেলা সবসময় কঠিন হয়। যাই হোক, আমরা আশা করছি এবার ভালো কিছুই হবে।'’
advertisement
advertisement
Preview Photo M#10 DDFC vs ATK_1
কোচের কথা পাশে সরিয়ে রাখলেও পরিসংখ্যান যে এটিকে-র বিপক্ষে কথা বলছে। কারণ ঘরের বাইরে আবার তেমন ভাল খেলার রেকর্ড নেই এটিকের। অন্যদিকে দিল্লি আবার নিজেদের মাঠে বেশ ভাল পারফরম্যান্স করে। যেমন দিল্লি এই মুহুর্তে পরপর ৬টি ম্যাচে অপরাজিত রয়েছে। যারা বিপক্ষের বিরুদ্ধে ১৫টি গোল করেছে। এবং গোল হজম করেছে মাত্র ৮টি। বোঝাই যাচ্ছে লাঞ্জা, কালুদের সঙ্গে জিয়ান্নিদের একটা মরণপণ লড়াই অপেক্ষা করছে।
advertisement
আর দিল্লি কোচ  কি ভাবছেন ? তিনি বলেন, ‘' শেষ ম্যাচ খেলার পর আমরা ঠিক দু-সপ্তাহ বিশ্রাম পেয়েছি। আর এই সময়টা এই ম্যাচের জন্যেই প্রস্তুতি নিয়েছি। বেশ কিছু ফুটবলার আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্যে বাইরে ছিল। যাই হোক আমরা এখন প্রস্তুত।'’
ঘরের মাঠে দিল্লি যে জয়ের জন্যেই ঝাঁপাবে সে বিষয়ে সন্দেহ নেই। এটিকে অবশ্যই সেই আক্রমণ সামলে উঠে তারপর আক্রমণ করবার রাস্তা নেবে। অর্থাৎ প্রতি আক্রমণ নির্ভর ফুটবলই ভরসা হতে পারে লাঞ্জাদের। কিন্তু  সেক্ষেত্রে চিন্তার কারণ হতে পারে রালতের না থাকা। কারণ নর্থ-ইস্টের বিরুদ্ধে লালকার্ড। এখন দেখার তিনি কি উপায় লেফট উইং ব্যবহার করেন।
advertisement
এমন অনেক ছোট বড় পরীক্ষার সম্মুখীন হতে পারে দুই কোচের স্ট্রাটেজিকে। কার ফুটবল দর্শন করবে বাজিমাত। দেখতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মহাষ্টমীতে রাজধানীতে কঠিন পরীক্ষার সামনে এটিকে, ভাগ্যের চাকা কি বদলাবে কপেল ব্রিগেডের ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement