গোলশূন্য ড্র দিয়েই শুরু হল চতুর্থ আইএসএল
Last Updated:
কেরল ব্লাস্টার্স: ০, এটিকে : ০
কেরল ব্লাস্টার্স: ০
এটিকে : ০
#কোচি: টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স দল ৷ খেলা কোচির স্টেডিয়ামে ৷ যেখানে যে কোনও ফুটবল ম্যাচেই গ্যালারি থাকে কানায় কানায় ভরা ৷ ম্যাচ শুরুর আগে সলমন-ক্যাটরিনার ‘ধমাকেদার’ পারফরম্যান্সে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ৷চতুর্থ আইএসএল-এর প্রথম দিনটা সুপারহিট করার মতো সব মশলাই মজুত ছিল মাঠে ৷ কিন্তু ফুটবলাররাই এদিন দর্শকদের সবচেয়ে বেশি হতাশ করলেন ৷ম্যাচ শেষ হল ম্যাড়ম্যাড়ে গোলশূন্য ড্র-য়ে ৷ ম্যাচে একটাও গোল না দেখতে পেরে কার্যত হতাশ কেরল-কলকাতার ফুটবলপ্রেমীরা ৷
advertisement
advertisement
এদিন বিরক্তিকর ৯০ মিনিটই ফুটবলই উপহার দিয়েছেন দু’দলের খেলোয়াড়রা ৷ ম্যাচে দু’তিনবারই গোল করার সুযোগ তৈরি হয়েছিল ৷ অ্যাওয়ে ম্যাচ হলেও আক্রমণের ঝাঁঝটা এটিকের-ই বেশি লক্ষ্য করা গিয়েছে ৷ হোম টিমের থেকে অনেক বেশি সংখ্যায় কর্নারও আদায় করতে পেরেছেন শেরিংহ্যামের ছেলেরা ৷ দু’দলের গোলরক্ষকের কিছু দুর্দান্ত সেভ ছাড়া এদিন ম্যাচে দেখার মতো প্রায় কিছুই ছিল না ৷
advertisement
গতবারের চ্যাম্পিয়ন দল হলেও এটিকে এবার প্রায় সম্পূর্ণ নতুন করে দল গড়েছে ৷ রবি কিনের মতো তারকার অনুপস্থিতিতে দলের গোল করার লোক কে ? সেটাই এখন পরের ম্যাচগুলিতে খুঁজে বের করতে হবে কলকাতার কোচকে ৷ অন্যদিকে ঘরের মাঠে হিউমদের খেলাও এদিন হতাশ করেছে ৷ গোলের খুব বেশি সুযোগও তাঁরা তৈরি করতে ব্যর্থ ৷এটিকে-র পরের খেলা ২৬ তারিখ ঘরের মাঠে পুণে সিটি এফ সি-র বিরুদ্ধে ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2017 11:36 PM IST