গোলশূন্য ড্র দিয়েই শুরু হল চতুর্থ আইএসএল

Last Updated:

কেরল ব্লাস্টার্স: ০, এটিকে : ০

কেরল ব্লাস্টার্স: ০
এটিকে : ০
#কোচি: টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স দল ৷ খেলা কোচির স্টেডিয়ামে ৷ যেখানে যে কোনও ফুটবল ম্যাচেই গ্যালারি থাকে কানায় কানায় ভরা ৷ ম্যাচ শুরুর আগে সলমন-ক্যাটরিনার ‘ধমাকেদার’ পারফরম্যান্সে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ৷চতুর্থ আইএসএল-এর প্রথম দিনটা সুপারহিট করার মতো সব মশলাই মজুত ছিল মাঠে ৷ কিন্তু ফুটবলাররাই এদিন দর্শকদের সবচেয়ে বেশি হতাশ করলেন ৷ম্যাচ শেষ হল ম্যাড়ম্যাড়ে গোলশূন্য ড্র-য়ে ৷ ম্যাচে একটাও গোল না দেখতে পেরে কার্যত হতাশ কেরল-কলকাতার ফুটবলপ্রেমীরা ৷
advertisement
advertisement
এদিন বিরক্তিকর ৯০ মিনিটই ফুটবলই উপহার দিয়েছেন দু’দলের খেলোয়াড়রা ৷ ম্যাচে দু’তিনবারই গোল করার সুযোগ তৈরি হয়েছিল ৷ অ্যাওয়ে ম্যাচ হলেও আক্রমণের ঝাঁঝটা এটিকের-ই বেশি লক্ষ্য করা গিয়েছে ৷ হোম টিমের থেকে অনেক বেশি সংখ্যায় কর্নারও আদায় করতে পেরেছেন শেরিংহ্যামের ছেলেরা ৷ দু’দলের গোলরক্ষকের কিছু দুর্দান্ত সেভ ছাড়া এদিন ম্যাচে দেখার মতো প্রায় কিছুই ছিল না ৷
advertisement
গতবারের চ্যাম্পিয়ন দল হলেও এটিকে এবার প্রায় সম্পূর্ণ নতুন করে দল গড়েছে ৷ রবি কিনের মতো তারকার অনুপস্থিতিতে দলের গোল করার লোক কে ? সেটাই এখন পরের ম্যাচগুলিতে খুঁজে বের করতে হবে কলকাতার কোচকে ৷ অন্যদিকে ঘরের মাঠে হিউমদের খেলাও এদিন হতাশ করেছে ৷ গোলের খুব বেশি সুযোগও তাঁরা তৈরি করতে ব্যর্থ ৷এটিকে-র পরের খেলা ২৬ তারিখ ঘরের মাঠে পুণে সিটি এফ সি-র বিরুদ্ধে ৷
advertisement
ATK-KERALA
বাংলা খবর/ খবর/খেলা/
গোলশূন্য ড্র দিয়েই শুরু হল চতুর্থ আইএসএল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement