World Cup Qualifiers: বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ধাক্কা! করোনা আক্রান্ত ভারতীয় মিডফিল্ডার

Last Updated:

কাতারের বিরুদ্ধে ম্যাচের ঠিক পরদিনই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

#নয়াদিল্লি: ম্যাচের বাকি আর মাত্র ২৪ ঘণ্টা। তাও আবার গুরুত্বপূর্ণ ম্য়াচ। আর এমন ম্যাচের আগেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। কাতারের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেও ১-০ গোলে হারতে হয়েছে সুনীল ছেত্রীদের। তবে সেই ম্য়াচে ভারতীয় দলের প্লেয়িং স্টাইল প্রশংসা কুড়িয়েছে। এবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তবে তার আগে ভারতীয় দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনা আক্রান্ত হলেন। বিশ্বকাপ ও এশিয়ান কোয়ালিফায়ারের ম্য়াচ। ফলে এই ম্যাচের গুরুত্ব রয়েছে ভারতীয় দলের কাছে। তাই অনিরুদ্ধর মতো ভরসাযোগ্য মিডফিল্ডারের করোনা আক্রান্ত হওয়ার খবর ভারতীয় দলকে অবশ্যই ধাক্কা দেবে। আপাতত দোহায় আইসোলেশনে রাখা হয়েছে অনিরুদ্ধকে। তাঁর শারীরিক তেমন কোনও গুরুতর সমস্যা নেই বলেই জানা গিয়েছে।
কাতার ম্যাচের দিন থেকেই শরীরে করোনার উপসর্গ দেখা দেয় তাঁর। ফলে কাতারের বিরুদ্ধে ম্য়াচেও তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। কাতারের বিরুদ্ধে ম্যাচের ঠিক পরদিনই অনিরুদ্ধর করোনা রিপোর্ট পজিটিভ আসে। দলের থেকে আলাদা করে রাখা হয়েছে ভারতীয় মিডফিল্ডারকে। ২৩ বছর বয়সী অনিরুদ্ধ আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিত্সকরা তাঁকে নজরে রেখেছেন। ভারতীয় দলের হয়ে ইতিমধ্যে ২০টি ম্য়াচ খেলে ফেলেছেন অনিরুদ্ধ। ভারতীয় দল ইতিমধ্যে ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ হারিয়েছে। তবে এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ এখনও রয়েছে সুনীল ছেত্রীদের।
advertisement
ভারতীয় দল আপাতত গ্রুপ-ই তে ছটি ম্যাচে তিন পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। কাতার সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। ওমান পাঁচ ম্য়াচে ১২ পয়েন্ট পেয়েছে। আফগানিস্তান ছয় ম্য়াচে ৫ পয়েন্ট। বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে গ্রুপের পাঁচ নম্বরে রয়েছে। কাতারের বিরুদ্ধে ভারতীয় দ ১-০ গোলে হেরেছিল। ওই ম্যাচের বেশিরভাগ সময়ই দশজনে খেলেছে ভারতীয় দল। ১৭ মিনিটে রাহুল ভেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তার পর ৩৭ মিনিটে কাতার গোলটি করে। এর পরও ভারতীয় ফুটবলাররা রক্ষণ জমাট করে রাখে। ফলে বিশ্ব ফুটবলের ৫৮ নম্বরে থাকা কাতার আর গোল করার সুযোগ পায়নি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup Qualifiers: বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ধাক্কা! করোনা আক্রান্ত ভারতীয় মিডফিল্ডার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement