2022 World Cup Qualifiers: এবার ফুটবলে ভারত-বাংলাদেশ লড়াই, ম্যাচ কবে জানেন তো?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
কাতারের বিরুদ্ধে ভারতীয় দল যে ফুটবল খেলেছে তা দেখার পর সুনীল ছেত্রীদের রীতিমতো সমীহ করছে বাংলাদেশ।
#দোহা: কাতারের বিরুদ্ধে ১-০ হার। তবে এই হার নিয়ে ভারতীয় ফুটবলে চিন্তা নেই। আছে কিছুটা সন্তুষ্টি। কারণ, কাতারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এক গোলে হারের অনেক পজিটিভ দিক রয়েছে। বলছেন ভারতীয় দলের ফুটবলাররা। তবে হার তো হারই। হারের হতাশা তো থাকেই। আপাতত ভারতীয় ফুটবল দল কাতার ম্যাচের হার নিয়ে পড়ে থাকতে রাজি নয়। পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপ কোয়ালিফায়ারের ভারত-বাংলাদেশ ম্যাচ হবে দোহার জেসিম বিন হামাদ স্টেডিয়ামে। ইগোর স্টিমাচের ছেলেরা আপাতত বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন। কাতারের বিরুদ্ধে হারলেও ব্লু টাইগারদের খেলার প্রশংসা করেছেন ফুটবল বিশেষজ্ঞরা। এই দলের ভবিষ্যত সম্ভাবনা নিয়েও চর্চা হচ্ছে।
কাতারের বিরুদ্ধে দশজনে খেলেছিল ভারতীয় দল। ১৭ মিনিটে রাহুল ভেকে মাঠ ছাড়ার পর ঘন ঘন ভারতীয় বক্সে আক্রমণ করছিল কাতার। ৩৩ মিনিটে কাতারের আব্দেল আজিজ হাতেম গোল করে যান। এর পরও এশিয়ান চ্যাম্পিয়নদের আটকে রেখেছিলেন ভারতীয় ডিফেন্ডাররা। কাতার এবার বিশ্বকাপের আয়োজক দেশ। তাদের প্রস্তুতি কেমন হয়েছে, তা ভারতের বিরুদ্ধে ম্যাচ দেখে অনেকেই বুঝে গিয়েছেন। বিশ্ব ফুটবলের তালিকায় বাংলাদেশের উপরে রয়েছে ভারত। তবুও ভারতীয় দলের ডিফেন্ডার শুভাশিস বোস বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নন। বাংলাদেশ কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে। তাছাড়া যে কোনও মঞ্চে ভারতকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে বাংলাদেশ। ফলে ৭ জুন পড়শি দেশের বিরুদ্ধে ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় ফুটবল দল।
advertisement
বাংলাদেশ ইতিমধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে এক পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের কোচ জ্যামি ডে বলছিলেন, দলের অ্যাটিটিউড আসল। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি সেটা দলের ফুটবলারদের মধ্যে দেখতে পেয়েছেন। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া ভারতে খেলে গিয়েছেন। ফলে ভারতীয় ফুটবলের ধাঁচ তাঁর কিছুটা হলেও জানা। সেটাকেই হাতিয়ার করতে চাইছে বাংলাদেশ। তবুও বাংলাদেশের কোচ মেনে নিচ্ছেন, ভারতের সঙ্গে তাদের ফুটবলের গুণগত মানের অনেকটাই তফাত। বিশেষ করে কাতারের বিরুদ্ধে ভারতীয় দল যে ফুটবল খেলেছে তা দেখার পর সুনীল ছেত্রীদের রীতিমতো সমীহ করছে বাংলাদেশ। এরই মধ্যে অবশ্য জামালের আইএসএলে খেলার সম্ভাবনা নিয়েও কথা চলছে। তবে জামাল নিজে এই ব্যাপারে এখনও কোনও ইঙ্গিত দেননি।
advertisement
advertisement
৭ জুন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ভারত-বাংলাদেশ ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান, থ্রিতে দেখা যাবে ম্যাচ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2021 6:53 PM IST