RIP Chuni Goswami| প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী৷ বয়স হয়েছিল ৮২ বছর৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ এদিন সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বিকেল ৫টায় হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী ফুটবলার৷
#কলকাতা: প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী৷ বয়স হয়েছিল ৮২ বছর৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ এদিন সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বিকেল ৫টায় হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী ফুটবলার৷
We’re deeply saddened by the passing of former player and club Legend Sri Subimal (Chuni) Goswami, aged 83.
Our thoughts and prayers are with his family during this difficult time. Rest in peace, Chuni Goswami. pic.twitter.com/H7yERNYNLN — Mohun Bagan (@Mohun_Bagan) April 30, 2020
advertisement
advertisement
দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন হৃদরোগের সমস্যায়৷ সঙ্গেও সুগার, প্রস্টেট ও নার্ভের সমস্যা ছিল৷ ভারতীয় ফুটবলের কিংবদন্তী চুনী গোস্বামী৷ ভারতের ফুটবলকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন চুনী৷ তাঁর অধিনায়কত্বেই ১৯৬২ সালে এশিয়ান গেমস-এ সোনা জেতে ভআরতীয় দল৷ চুনী গোস্বামী ছিলেন আক্ষরিক অর্থেই খেলোয়াড়৷ শুধু ফুটবল ক্রিকেটার হিসেবেও চুনী দুর্দান্ত ছিলেন৷ খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট৷
advertisement
অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলায় ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন চুনী গোস্বামী৷ চুনী আসলে তাঁর ডাকনাম৷ ভালো নাম সুবিমল গোস্বামী৷ তবে ময়দানে চুনী নামেই পরিচিত তিনি৷ ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচে ভারতকে নেতৃত্বে দিয়েছিলেন এই কিংবদন্তী ক্রীড়াবিদ৷ মোহনবাগানে দীর্ঘ দিন খেলেছেন৷ কলেজে পড়ার সময় একই বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ও ক্রিকেট টিমের অধিনায়ক নির্বাচিত হন৷ ১৯৬৬ সালে চুনী ও সুব্রত গুহ ঐতিহাসিক ইনিংস আজও ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল৷ গ্যারি সোবার্সের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেট নিয়েছিলেন চূনী গোস্বামী৷
advertisement
১৯৭১-৭২ সালে বাংলা দলের অধিনায়ক ছিলেন৷ তাঁর নেতৃত্বে বাংলা রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছয়৷
Location :
First Published :
April 30, 2020 6:12 PM IST