RIP Chuni Goswami| প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

Last Updated:

প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী৷ বয়স হয়েছিল ৮২ বছর৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ এদিন সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বিকেল ৫টায় হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী ফুটবলার৷

#কলকাতা: প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী৷ বয়স হয়েছিল ৮২ বছর৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ এদিন সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বিকেল ৫টায় হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী ফুটবলার৷
advertisement
advertisement
দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন হৃদরোগের সমস্যায়৷ সঙ্গেও সুগার, প্রস্টেট ও নার্ভের সমস্যা ছিল৷ ভারতীয় ফুটবলের কিংবদন্তী চুনী গোস্বামী৷ ভারতের ফুটবলকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন চুনী৷ তাঁর অধিনায়কত্বেই ১৯৬২ সালে এশিয়ান গেমস-এ সোনা জেতে ভআরতীয় দল৷ চুনী গোস্বামী ছিলেন আক্ষরিক অর্থেই খেলোয়াড়৷ শুধু ফুটবল ক্রিকেটার হিসেবেও চুনী দুর্দান্ত ছিলেন৷ খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট৷
advertisement
অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলায় ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন চুনী গোস্বামী৷ চুনী আসলে তাঁর ডাকনাম৷ ভালো নাম সুবিমল গোস্বামী৷ তবে ময়দানে চুনী নামেই পরিচিত তিনি৷ ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচে ভারতকে নেতৃত্বে দিয়েছিলেন এই কিংবদন্তী ক্রীড়াবিদ৷ মোহনবাগানে দীর্ঘ দিন খেলেছেন৷ কলেজে পড়ার সময় একই বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ও ক্রিকেট টিমের অধিনায়ক নির্বাচিত হন৷ ১৯৬৬ সালে চুনী ও সুব্রত গুহ ঐতিহাসিক ইনিংস আজও ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল৷ গ্যারি সোবার্সের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেট নিয়েছিলেন চূনী গোস্বামী৷
advertisement
১৯৭১-৭২ সালে বাংলা দলের অধিনায়ক ছিলেন৷ তাঁর নেতৃত্বে বাংলা রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছয়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RIP Chuni Goswami| প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement