corona virus btn
corona virus btn
Loading

নীল জার্সি পরে গ্যালারি থেকে পাকিস্তানের জন্য গলা ফাটালেন ভারতীয় সমর্থক! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নীল জার্সি পরে গ্যালারি থেকে পাকিস্তানের জন্য গলা ফাটালেন ভারতীয় সমর্থক! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

সীমান্তে হোক বা ২২ গজে...সব ক্ষেত্রেই ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে প্রবল প্রতিপক্ষ ৷

  • Share this:

#লন্ডন: সাউথ আফ্রিকার বিরুদ্ধে গতকালের ম্যাচে ৪৯ রানে জিতে সেমি-ফাইনালের আশা এখনও মরতে দেয়নি ‘মেন ইন গ্রিন’ ৷ ভারতের সঙ্গে আগের ম্যাচে শোচনীয় পরাজয়ের পর লর্ডসে সারফারাজ বাহিনী প্রথম থেকেই অনেক ফোকাসড ছিল ৷ প্রোটিয়াদের সামনে ৩০৯ রানের লক্ষ্যমাত্রা ধরিয়েছিল পাকিস্তান ৷ এমনিতেই এবারের বিশ্বকাপে একটাও ম্যাচ জিততে না পারা সাউথ আফ্রিকার মনোবল এসে ঠেকেছিল তলানিতে ৷ সেই সুযোগটাই সুন্দর ভাবে ব্যবহার করল পাকিস্তান ৷ দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের এই ম্যাচে যেমন মনে থাকবে হ্যারিস সোহেলের ৮৯, ইমামের কট অ্যান্ড বোল্ড, ইমাম ও ফকরের ৮১ রানের পার্টনারশিপ...তেমনই গ্যালারিতে ভারতীয় ফ্যানের পাক সমর্থনে গলা ফাটানো ৷ সীমান্তে হোক বা ২২ গজে...সব ক্ষেত্রেই ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে প্রবল প্রতিপক্ষ ৷ কিন্তু এবার একেবারে অন্য ছবি দেখা গেল লর্ডসের গ্যালারিতে ৷ ভারতের নীল জার্সি পরে পাক সমর্থকদের সঙ্গে পাকিস্তানের হয়েই গলা ফাটালেন ভারতীয় সমর্থক ৷ তাঁর হাতের ব্যানারে লেখা, ‘প্রতিবেশিকে সমর্থন ৷ কাম অন পাকিস্তান ৷’

First published: June 24, 2019, 8:57 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर