India draws with Bangladesh in SAAF cup football: দশ জনের বাংলাদেশের বিরুদ্ধেও আটকে গেল স্টিমাচের ভারত, মান বাঁচালেন সেই সুনীল

Last Updated:
সাফ কাপের শুরুতেই আটকে গেল ভারত৷ Photo-Twittter/AIFF
সাফ কাপের শুরুতেই আটকে গেল ভারত৷ Photo-Twittter/AIFF
#কলকাতা: দশ জনের বাংলাদেশের বিরুদ্ধে জিততে ব্যর্থ ইগর স্টিমাচের প্রশিক্ষণাধীন ভারতীয় দল৷ এ দিন মলদ্বীপে সাফ কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন সুনীল ছেত্রীরা৷ ভারতকে ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী৷ কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরায় বাংলাদেশ৷ ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে৷
ম্যাচের ৫৪ মিনিটেই লিস্টন কোলাসোকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ৷ কিন্তু দশ জন হয়ে গিয়েও হতদ্যম হয়ে পড়েননি বাংলাদেশের ফুটবলাররা৷ শেষ পর্যন্ত ৭৪ মিনিটে গোল শোধ করে ফেলেন তাঁরা৷ বলা ভাল, বাংলাদেশ যদি এ দিন সুযোগগুলি ঠিক মতো কাজে লাগাতে পারত এবং প্রথমার্ধের শেষ দিকে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু দুরন্ত সেভ না করলে, এ দিন আরও বড় লজ্জা অপেক্ষা করছিল ভারতীয় দলের জন্য৷
advertisement
এ দিনের ফলাফলের পর ফের প্রশ্নের মুখে পড়ল কোচ ইগর স্টিমাচের রণকৌশল৷ ভারতের সঙ্গে ড্র করার ফলে দু' ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ৷
advertisement
এ দিন ম্যাচের ২৬ মিনিটেই উদান্তা সিং-এর পাস থেকে দুরন্ত গোল করেন ভারতীয় অধিনায়ক৷ কিন্তু এর পরই আক্রমণের ঝাঁঝ বাড়ায় জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ৷ জামালের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্টও হয়৷ ৩৯ মিনিটেও দুরন্ত আক্রমণে প্রায় গোল করে ফেলেছিল বাংলাদেশ৷ কিন্তু দলের পতন রোধ করেন গুরপ্রীত৷
advertisement
ভারতের পরবর্তী ম্যাচ আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ ওই দিনই মলদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ৷ পাঁচটি দলের মধ্যে থেকে েসরা দু'টি দল ফাইনাল খেলবে৷
বাংলা খবর/ খবর/খেলা/
India draws with Bangladesh in SAAF cup football: দশ জনের বাংলাদেশের বিরুদ্ধেও আটকে গেল স্টিমাচের ভারত, মান বাঁচালেন সেই সুনীল
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement