India draws with Bangladesh in SAAF cup football: দশ জনের বাংলাদেশের বিরুদ্ধেও আটকে গেল স্টিমাচের ভারত, মান বাঁচালেন সেই সুনীল

Last Updated:
সাফ কাপের শুরুতেই আটকে গেল ভারত৷ Photo-Twittter/AIFF
সাফ কাপের শুরুতেই আটকে গেল ভারত৷ Photo-Twittter/AIFF
#কলকাতা: দশ জনের বাংলাদেশের বিরুদ্ধে জিততে ব্যর্থ ইগর স্টিমাচের প্রশিক্ষণাধীন ভারতীয় দল৷ এ দিন মলদ্বীপে সাফ কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন সুনীল ছেত্রীরা৷ ভারতকে ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী৷ কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরায় বাংলাদেশ৷ ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে৷
ম্যাচের ৫৪ মিনিটেই লিস্টন কোলাসোকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ৷ কিন্তু দশ জন হয়ে গিয়েও হতদ্যম হয়ে পড়েননি বাংলাদেশের ফুটবলাররা৷ শেষ পর্যন্ত ৭৪ মিনিটে গোল শোধ করে ফেলেন তাঁরা৷ বলা ভাল, বাংলাদেশ যদি এ দিন সুযোগগুলি ঠিক মতো কাজে লাগাতে পারত এবং প্রথমার্ধের শেষ দিকে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু দুরন্ত সেভ না করলে, এ দিন আরও বড় লজ্জা অপেক্ষা করছিল ভারতীয় দলের জন্য৷
advertisement
এ দিনের ফলাফলের পর ফের প্রশ্নের মুখে পড়ল কোচ ইগর স্টিমাচের রণকৌশল৷ ভারতের সঙ্গে ড্র করার ফলে দু' ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ৷
advertisement
এ দিন ম্যাচের ২৬ মিনিটেই উদান্তা সিং-এর পাস থেকে দুরন্ত গোল করেন ভারতীয় অধিনায়ক৷ কিন্তু এর পরই আক্রমণের ঝাঁঝ বাড়ায় জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ৷ জামালের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্টও হয়৷ ৩৯ মিনিটেও দুরন্ত আক্রমণে প্রায় গোল করে ফেলেছিল বাংলাদেশ৷ কিন্তু দলের পতন রোধ করেন গুরপ্রীত৷
advertisement
ভারতের পরবর্তী ম্যাচ আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ ওই দিনই মলদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ৷ পাঁচটি দলের মধ্যে থেকে েসরা দু'টি দল ফাইনাল খেলবে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India draws with Bangladesh in SAAF cup football: দশ জনের বাংলাদেশের বিরুদ্ধেও আটকে গেল স্টিমাচের ভারত, মান বাঁচালেন সেই সুনীল
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement