I League: আই লিগে এক বনাম দুই, রবিবার কল্যাণীতে লড়াই বাগান বনাম পঞ্জাব

I League: আই লিগে এক বনাম দুই, রবিবার কল্যাণীতে লড়াই বাগান বনাম পঞ্জাব
Photo Courtesy: Mohun Bagan/Facebook

১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে বেইতিয়া, বাবাকর দিওয়ারারা।

  • Share this:

#মুম্বই: পায়ে পায়ে খেতাবের দিকে কিবু ভিকুনার মোহনবাগান। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে বেইতিয়া, বাবাকর দিওয়ারারা। এই পরিস্থিতিতে রবিবার কল্যাণী স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান।

লিগ টেবিলে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পঞ্জাব এফসি। ডিপান্ডা ডিকা, কিংসলে, কেভিন লোবো, সঞ্জু প্রধানদের মতো কলকাতার বড় দল ফেরত ফুটবলারদের ভিড় পঞ্জাব এফসি-তে। পয়েন্ট টেবিলের এক বনাম দুইয়ের লড়াই ঘিরে টানটান উত্তেজনায় ফুটছে কল্যাণী। চোট সমস্যায় ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাসকে এই ম্যাচে পাবে না মোহনবাগান। রবিবার কল্যাণী থেকে তিন পয়েন্ট তুলতে পারলেই খেতাবের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে মোহনবাগান।

First published: February 8, 2020, 4:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर