রবিবার ‘কলকাতা ক্লাসিকো’, মেগা ম্যাচ দেখতে উপচে পড়বে যুবভারতী
Last Updated:
মর্যাদার মেগা ম্যাচ। কলকাতা ক্লাসিকো।
#কলকাতা: মর্যাদার মেগা ম্যাচ। কলকাতা ক্লাসিকো। বাগানে কান পাতলেই শুধু ৩ ডিসেম্বরের ডার্বির কাউন্টডাউন। অজি মিডফিল্ডার দিয়েগোকে ঘিরে আফশোস ভুলে সনি-ডিকা-ক্রোমায় বাজি কোচ সঞ্জয়ের। এক বিদেশি কম নিয়েই ডার্বি জয়ের অঙ্ক বাগান থিঙ্কট্যাঙ্কের। ১৯৮৪ সালের পর এই প্রথমবার যুবভারতীতে ডার্বি খেলা হবে দুপুরে ৷ ‘অদ্ভূত’ সময় ( দুপুর ২টো) খেলা শুরু হলেও তাতে কোনও সমস্যা নেই বাংলার ফুটবলপ্রেমীদের ৷ প্রিয় দলের হয়ে গলা ফাটাতে প্রস্তুত ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা ৷
এবারের আই লিগের সেরা আপফ্রন্ট। ক্যামেরুনের ডিকার পাশে লাইবেরিয়ার ক্রোমা। পিছনে হাইতির সনি। স্বপ্নের স্ট্রাইকিং ফোর্স সবুজ-মেরুনে। ইগর-স্টিফেন-ব্যারেটোর পর এতো ভাল আপফ্রন্ট বাগানে এসেছে কি না, সেটাই প্রশ্ন।
তবু না আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই। ডিফেন্সে কিংসলে-কিংশুক কম্বো আমনা-কাটসুমিদের কিভাবে সামলান, তার ওপরেই যে অনেকাংশে নির্ভর করছে রবিবাসরীয় যুবভারতীর রং।
advertisement
এদিকে অসুস্থতা ঝেড়ে ফেলে অনুশীলনে ফিরেছেন। জাপানি কাটসুমির বাগানি কাউন্টারপার্ট কিনোয়াকিও মাঠে নামার অপেক্ষায়। মাঠে, মাঠের বাইরে সতীর্থদের তাতাচ্ছেন অধিনায়ক সনি। ব্যারেটোর পর সত্যিকারের নেতার আর্বিভাব গঙ্গাপাড়ের বাগানে।
advertisement
রবিবার যুবভারতীতে তিন পয়েন্ট মানেই যে আই লিগের শুরুতে কয়েক ল্যাপ এগিয়ে যাওয়া। তবু ম্যারাথন লিগে অঙ্ক কষেই এগোনোর পক্ষে বাগানের থিঙ্কট্যাঙ্ক। উপচে পড়া রবিবারের গ্যালারিতে সবুজ-মেরুন রং ধরানোর সব অঙ্কই সারা সঞ্জয়-শঙ্করের। অপেক্ষা এখন শুধু বল গড়ানোর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2017 4:19 PM IST