• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ডার্বি হারের জের, ‘গো ব্যাক খালিদ’ স্লোগান লাল-হলুদ তাঁবুতে

ডার্বি হারের জের, ‘গো ব্যাক খালিদ’ স্লোগান লাল-হলুদ তাঁবুতে

East Bengal Coach Khalid Jamil

East Bengal Coach Khalid Jamil

গো ব্যাক খালিদ জামিল। রবিবার ডার্বির হারের জেরে মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বিক্ষোভ।

 • Share this:

  #কলকাতা: গো ব্যাক খালিদ জামিল। রবিবার ডার্বির হারের জেরে মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখালেন লাল-হলুদ ফ্যানস ক্লাবের সদস্যরা।

  এদিন সকালে অনুশীলনের সময় মাঠের মধ্যেই বিক্ষোভ শুরু হয়। সল্টলেকের মতই এদিনও কোচের বিরুদ্ধে স্লোগান ওঠে। অনুশীলন শেষেও বিক্ষোভের জের থাকে। কর্তাদের সঙ্গেও একপ্রস্থ বাকবিতণ্ডাও হয় লাল-হলুদ সমর্থকদের। এমনকী, কোচের ঘরে ঢুকেও বিক্ষোভ দেখান সমর্থকরা। এরপরেও কোচের পদে অনড় খালিদ জামিল। দাবি, পরের ম্যাচে জিততে পারলেই পরিস্থিতি বদলে যাবে।

  First published: