ইউরোর দুঃখ অতীত, বিশ্বকাপ ঘরে তোলার ফোকাস নিয়ে রাশিয়ায় দেশঁর ফ্রান্স

France National Team

France National Team

বিশ্বকাপে বরাবরই ফেভারিটদের তালিকায় থাকে ফ্লান্স ৷ এবছর ফরাসিদের দল কেমন ? দেখে নিন ৷

  • Last Updated :
  • Share this:

    #প্যারিস: রাশিয়া বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র কয়েকদিন ৷ বিশ্ব ফুটবলের সবচেয়ে সেরা লড়াইটা দেখার জন্য অপেক্ষার তর সইছে না ফুটবলপ্রেমীদের ৷ অংশগ্রহণকারী প্রত্যেকটা দলই নিজের মতো করে তৈরি হচ্ছে বিশ্বকাপের জন্য ৷ বিশ্ব ফুটবলের হেভিওয়েটরা তো রয়েছেই ৷ ছোট দলগুলিও চমকে দিতে প্রস্তুত ৷ বিশ্বকাপে বরাবরই ফেভারিটদের তালিকায় থাকে ফ্লান্স ৷ এবছর ফরাসিদের দল কেমন  ? দেখে নিন ৷

    ফ্রান্স:

    ফ্রান্স এবছর বিশ্বকাপে রয়েছে গ্রুপ-সি-তে ৷ এই গ্রুপের অন্যান্য দলগুলি হল ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক। যে কোনও বড় টুর্নামেন্টে ফ্রান্স থাকে ফেভারিটের তালিকায়। ২০১০ সালের বিশ্বকাপে হতাশজনক পারফরম্যান্সের পর দারুণ উন্নতি ঘটেছে ফ্রান্সের ৷ ২০১৬ ইউরো কাপের ফাইনালে উঠলেও পর্তুগালের কাছে হার হজম করতে হয় ফরাসিদের ৷ এবার কিন্তু বিশ্বকাপের ট্রফি জিততে মরিয়া দিদিয়ের দেশঁর দল ৷

    ইউরোর পর থেকেই বিশ্বকাপের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করেছিল ফ্লান্স ৷ দলে তারকা এবং তরুণ ট্যালেন্টের কোনও অভাব নেই ৷ এতে বিশ্বকাপের দল গড়তেই সমস্যায় পড়েছিলেন কোচ ৷ ২৩ জনে বিশ্বকাপের স্কোয়াডে অনেক ফর্মে থাকা ফুটবলারদেরই রাখতে পারেননি কোচ ৷ অবশেষে সেরা দল নিয়েই মস্কো পাড়ি দিচ্ছেন ফরাসিরা ৷

    আরও পড়ুন-> তরুণ বনাম অভিজ্ঞ প্রথম একাদশে ঢোকার লড়াই নিয়ে,রাশিয়ায় মেসির আর্জেন্টিনা

    দলে ঠাই পাওয়াদের মধ্যে আছেন আতোয়াঁ গ্রিজম্যান, যিনি লা লিগায় দাপুটে পারফরম্যান্সের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের ‘সেনসেশন’ হয়ে উঠেছেন। লেস্টার সিটি ও চেলসির হয়ে পর পর চ্যাম্পিয়ন শিরোপা জয় করা কন্তের মতো তারকা রয়েছেন । সেই সঙ্গে আছেন সর্বকালের সর্বাধিক দামি খেলোয়াড়দের তিনজন পল পোগবা, ডেম্বেলে ও কিলিয়ান এমব্যাপে।

    দিদিয়ের দেশঁর দলটি দু’বছর আগের ইউরো কাপের দলের চেয়েও অনেক বেশি শক্তিশালী বলে মনে করেন অনেকেই। গ্রুপ পর্ব পার হওয়ার জন্য একটি দলের যতটুকু সামর্থ্যের প্রয়োজন এর চেয়ে অনেক বেশি শক্তি রয়েছে এবারের ফরাসি দলের। যে কারণে গ্রুপ সেরা হয়েই পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি দেশঁর দলের । ইতালির বিরুদ্ধে সম্প্রতি প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছে ফ্রান্স ৷ এবার রাশিয়ায় বিশ্বকাপের মূলপর্বেও নিজেদের সেরাটা দিতেও তৈরি পোগবারা ৷

    France Team

    Goalkeepers: Hugo Lloris, Steve Mandanda, Alphonse Areola.

    Defenders: Djibril Sidibe, Benjamin Pavard, Adil Rami, Raphael Varane, Samuel Umtiti, Presnel Kimpembe, Benjamin Mendy, Lucas Hernandez.

    Midfielders: Paul Pogba, Blaise Matuidi, Corentin Tolisso, N'Golo Kante, Steven Nzonzi.

    Forwards: Kylian Mbappe, Olivier Giroud, Antoine Griezmann, Ousmane Dembele, Florian Thauvin, Thomas Lemar, Nabil Fekir.

    First published:

    Tags: 2018 FIFA World Cup, Didier Deschamps, FIFA 2018, FIFA WC 2018, France National Team, France Team, France World Cup Team, Russia World Cup 2018