ক্রোয়েশিয়ার লড়াইকে ব্যর্থ করে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

Last Updated:
#মস্কো :  বিশ্বকাপের মঞ্চে অনেক নজির গড়া হল ৷ বিশ্বকাপের সবচেয়ে বেশি সংখ্যার গোলে ১৯৬৬ সালকে ছুঁয়ে ফেলল ফ্রান্স  বনাম ক্রোয়েশিয়া ম্যাচ ৷ ৪-২ গোলে -র লম্বা লড়াইতে বিশ্বকাপ ঘরে তুলল ফ্রান্স ৷
এদিন ক্রোয়েশিয়ার শুরুটা দেখে ম্যাচ তাদের ঝোলায় যাবে এমনটাই মনে হচ্ছিল ৷ একের পর এক আক্রমণ আছড়ে পরছিল ফ্রান্স গোল দুর্গের মধ্যে ৷ কিন্তু ১৮ মিনিটে প্রথম দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে যায় ৷ গ্রিজম্যানের দারুণ মাপা ফ্রি কিক নিজেদের জালে জড়িয়ে দেন ক্রোট স্ট্রাইকার মান্দজুকিচ ৷ এরপর ২৮ মিনিটে সমতা ফেরান পেরিসিচ ৷ ভিদার বাড়ানো বল মাপা বাঁ পায়ের শটে গোলে ঢুকিয়ে দেন তিনি ৷  খেলা হয় ১-১ ৷ একের পর আক্রমণে ফরাসি রক্ষণে ত্রাস ধরিয়ে দেওয়া ক্রোয়েশিয়া ফের ভুল করে ৷ পেরিসিচের হ্যান্ডবলের খেসারত দিতে হয় দলকে ৷ পেনাল্টি থেকে গোল করে যান ফরাসি তারকা গ্রিজম্যান ৷
advertisement
২-১ গোলে পিছিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে ৷ দুটো ‘পরে পাওয়া চোদ্দ আনা গোলে’ -র পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ঝাঁঝ দেখাতে শুরু করে ফ্রান্স ৷ প্রথমার্ধের নির্বিষ ও নিষ্প্রভ লেস ব্লুজ-রা অন্য অঙ্ক কষেই খেলতে নেমেছিল ৷ ফল হাতে নাতে ৫৯ মিনিটে দুরন্ত গোল পল পোগবার ৷ গোল করান এমব্যাপে ৷
advertisement
advertisement
টিন এজার হিসেবে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে প্রথম গোলের মালিক হলেন এমব্যাপে ৷ তখন খেলা গড়িয়েছে ৬৫ মিনিটে ৷ ফের জাত চেনালেন তরুণ তুর্কি ৷
এরপরেও অবশ্য ক্রোয়েশিয়া মরিয়া চেষ্টা ছাড়েনি ৷ ৬৯ মিনিটে মান্দজুকিচ একটি গোল শোধ করে ব্যবধান কমান ৷ কিন্তু ফ্রান্সের থেকে কাপ ছিনিয়ে নিয়ে আসার জন্য সেই চেষ্টা যথেষ্ট ছিল না ৷ এদিন ক্রোয়েশিয়া যেন মহাভারতের কর্ণ ৷ তারা লড়ল, মন জিতল কিন্তু ভাগ্যদেবী সহায়ক ছিলেন না ৷ দুই তারকার ভুলের খেসারত আর তাঁদের গোল দিয়ে পূরণ হল না ৷
advertisement
ব্রাজিল ১৯৭০-র বিশ্বকাপে ৪-১ হারিয়েছিল ৷ ১৯৬৬ তে ইংল্যান্ড তদানীন্তন ওয়েস্ট জার্মানির বিরুদ্ধে ৪-২ এই স্কোরলাইনেই জিতেছিল ৷ আর সেই ১৯৬৬ -র পুনরাবৃত্তি করল ফ্রান্স ৷ ১৯৯৮ সালে জিদানের ফ্রান্স যা করেছিল তাই করে দেখাল গ্রিজম্যানের দল ৷ ২০ বছর আগের স্বপ্ন আরও একবার ছুঁয়ে ফেলল তারা ৷
অন্যদিকে ‘বাজিগর’- ক্রোয়েশিয়া রানার্স হল ৷ বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে মাইলস্টোন পারফরম্যান্স ৷ তবে কাপ ঘরে গেল না ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রোয়েশিয়ার লড়াইকে ব্যর্থ করে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement