ফ্রান্স- ১ (এমব্যাপে-৩৪’), পেরু- ০
#একাতেরিনবার্গ: বয়স মাত্র ১৯ ৷ এই বয়সেই চমকে দিচ্ছেন বিশ্বের তাবড় তাবড় ফুটবলারদের ৷ তিনি ফ্রান্সের কিলিয়ান এমব্যাপে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ম্যাচে সেভাবে ছন্দে পাওয়া যায়নি তাঁকে ৷ এদিন কিন্তু এমব্যাপের গোলেই পেরুকে হারাল ফ্রান্স ৷ সেইসঙ্গে শেষ ষোলোয় ওঠাও নিশ্চিত করল দিদিয়ের দেশঁর দল ৷
এদিন ম্যাচে গোল করে নতুন রেকর্ডও গড়লেন এমব্যাপে ৷ ফ্রান্সের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি ৷ অন্যদিকে এদিন ভাল খেলেও ম্যাচে গোল করতে ব্যর্থ পেরুর ফুটবলাররা ৷ দলে ভাল গোল স্কোরারের অভাব এদিন ভালমতোই টের পেয়েছেন গুয়েরেরোরা ৷ ম্যাচের ৩৪ মিনিটেই গোল পেয়ে যান এমব্যাপে ৷ এরপর অবশ্য আর গোল পায়নি ফ্রান্স ৷ পেরুর জমাট রক্ষণকে ভেদ করতে ব্যর্থ জিরু-গ্রিজম্যানরা ৷ তবে এদিনের ম্যাচ জিতে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফরাসিরা ৷
ম্যাচের ৩৪ মিনিটে গ্রিজম্যানের কাছ থেকে বল পেয়ে আর্সেনাল তারকা অলিভিয়ের জিরু অসাধারণ ভঙ্গিমায় বলটি বাড়িয়ে দেন। পেরুর ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রামোস সেসময় চেষ্টা করেছিলেন জিরুকে থামানোর। বলটা ঠেকানোরও চেষ্টা করেন। কিন্তু রামোস এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল চলে যায় পোস্টের একেবারে ডানপ্রান্তে। খুব কাছ থেকে আলতো ছোঁয়ায় পেরুর জালে বল জড়াতে কোনও ভুল করেনি এমব্যাপে। বিশ্বকাপে না জেতার রেকর্ড অবশ্য অনেক বছর ধরে রেখেছে পেরু ৷ বিশ্বকাপে নিজেদের শেষ আট ম্যাচে এই নিয়ে ষষ্ঠবার হার হজম করল পেরু ৷ বাকী দুটি ম্যাচ ড্র করেছে লাতিন আমেরিকার এই দলটি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, FIFA 2018, France, Kylian Mbappé, Peru