#বার্সেলোনা: মাত্র দু’সপ্তাহ আগেই করোনা বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১০ লক্ষ ইউরো অর্থদান করেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা৷ ভারতীয় মূল্যে যা সাড়ে ৮ কোটি৷ কিন্তু এত বিপুল অর্থদান করেও নিজের মাকে বাঁচাতে পারলেন না৷ করোনা সংক্রমণে মৃত্যু হল পেপের মায়ের৷
পেপের মায়ের বয়স হয়েছিল ৮২ বছর৷ বার্সেলোনার মানরেসায় থাকতেন তিনি৷ দোলোর্স সালা কারি-র মৃ্ত্যুতে শোকের ছায়া ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবে৷ ক্লাবের পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে৷ মাকে হারানোর শোকে মুহ্যমান পেপ৷ যিনি নিজেই ক্লাব সমর্থকদের কিছুদিন আগে বলেছিলেন যে এই কঠিন সময় কাটিয়ে উঠতে সকলে মিলে একযোগ কাজ করতে হবে, তিনিই হারালেন তার কাছের মানুষকে৷ দোলোর্স সালার বয়স বেশি হওয়ায় তাঁর জীবনের ঝুঁকি ছিল অনেকটাই বেশি৷ শেষরক্ষা আর হল না৷ করোনার কাছে জীবনযুদ্ধে হেরেই গেলেন তিনি৷
The Manchester City family are devastated to report the death today of Pep’s mother Dolors Sala Carrió in Manresa, Barcelona after contracting Corona Virus. She was 82-years-old .
— Manchester City (@ManCity) April 6, 2020
পেপের মায়ের মৃত্যুতে ম্যাঞ্চেস্টার ক্লাবের সকলে দুঃখপ্রকাশ করেছেন৷ সকলেই জানিয়েছেন যে এই শোকের সময় তারা সবাই পেপের পাশে৷ পেপ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা৷ প্রিমিয়ার লিগের সব ক্লাবই পেপের পাশে দাঁড়িয়েছে৷ মায়ের মৃত্যুতে সকলেই সমব্যাথী৷
করোনায় এমনিতেই মৃত্যু মিছিল চলছে স্পেনে৷ প্রতিদিনই মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই দেশে৷
Everyone associated with the club sends their most heartfelt sympathy at this most distressing time to Pep, his family and all their friends.
— Manchester City (@ManCity) April 6, 2020
Chairman Khaldoon Al Mubarak has spoken in reaction to the tragic passing of Pep’s mother, saying, “Our prayers and heartfelt sympathies are with Pep and his family at this overwhelmingly sad time. He and they have the love and support of the entire City family.”
— Manchester City (@ManCity) April 6, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19