ইতালির ডিফেন্ডারের আকস্মিক মৃত্যু ! হোটেলের ঘরে মিলল দেহ
Last Updated:
মাত্র ৩১ বছর বয়সেই মারা গেলেন ইতালির ফিওরেন্তিনা ক্লাবের ডিফেন্ডার দাভিদ আস্তোরি ৷
#ফিওরেন্তিনা: মাত্র ৩১ বছর বয়সেই মারা গেলেন ইতালির ফিওরেন্তিনা ক্লাবের ডিফেন্ডার দাভিদ আস্তোরি ৷ ফিওরেন্তিনার অধিনায়ক ছাড়াও ইতালির জাতীয় দলেও খেলেছেন ৷ হঠাৎ অসুস্থতার কারণেই ফুটবলারের মৃত্যু হয়েছে বলে ক্লাবের তরফে জানানো হয়েছে ৷ হোটেলের বন্ধ ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷
হৃদরোগে আক্রান্ত হয়েই ফুটবলারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হলেও ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷ অধিনায়কের অকাল মৃত্যুতে স্বভাবতই এখন শোকের ছায়া নেমে এসেছে ফিওরেন্তিনা ক্লাবে ৷
২০০৬ সাল থেকে এসি মিলানের সিনিয়র দলে খেলা ৩১ বছরের আস্তোরি ২০১৫ সালে ফিওরেন্তিনায় যোগ দেন। ২০০৮ সালে ক্যাগিলিয়ারিতে যোগ দেন তিনি। ওই ক্লাবের হয়ে কেরিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন আস্তোরি। এরপর ২০১৫তে এএস রোমায় খেলে ফিওরেন্তিনা ক্লাবে যোগ দেন তিনি। জাতীয় দলের হয়েও তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2018 1:00 PM IST