যুব বিশ্বকাপে জিতেই চলেছে ইরান, এবার বধ কোস্টারিকা
Last Updated:
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ইরান ফুটবল টিম ৷
#মুম্বই: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ইরান ফুটবল টিম ৷ পশ্চিম এশিয়ার এই দেশকে এখন থামানো যাচ্ছে না ৷ গ্রুপের প্রতিটি ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পরের রাউন্ডে জায়গা করে নিল ইরান।
শুক্রবার গ্রুপের শেষ খেলায় কোস্টারিকার মুখোমুখি হয়েছিল ইরান ৷ চলতি যুব বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচেই দারুণ দাপটের সঙ্গে খেলছে ইরান ৷ কোস্টারিকার বিরুদ্ধেও সেই দাপট বজায় রাখল তারা ৷ ম্যাচের প্রথম গোলটি হল ২৫তম মিনিটে পেনাল্টি থেকে ৷ ইরানের হয়ে প্রথম গোলটি করেন মহম্মদ ঘোবেইসাভি ৷ এরপর প্রথমার্ধে আরও একটি গোল করেন তাহা শাহরিয়াতি ৷
advertisement
দ্বিতীয়ার্ধে অবশ্য মাত্র একটাই গোল করতে পারে ইরান ৷ তবে এই সময় কোনও গোল হজমও করেনি তারা ৷ কোস্টারিকা একের পর এক আক্রমণ করলেও ম্যাচে কোনও গোল করতে পারেনি ৷ ইরানের হয়ে শেষ গোলটি করেন মহম্মদ সার্দারি ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2017 4:57 PM IST