যুব বিশ্বকাপে জিতেই চলেছে ইরান, এবার বধ কোস্টারিকা

Last Updated:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ইরান ফুটবল টিম ৷

#মুম্বই: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ইরান ফুটবল টিম ৷  পশ্চিম এশিয়ার এই দেশকে এখন থামানো যাচ্ছে না ৷ গ্রুপের প্রতিটি ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পরের রাউন্ডে জায়গা করে নিল ইরান।
শুক্রবার গ্রুপের শেষ খেলায় কোস্টারিকার মুখোমুখি হয়েছিল ইরান ৷ চলতি যুব বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচেই দারুণ দাপটের সঙ্গে খেলছে ইরান ৷ কোস্টারিকার বিরুদ্ধেও সেই দাপট বজায় রাখল তারা ৷ ম্যাচের প্রথম গোলটি হল ২৫তম মিনিটে পেনাল্টি থেকে ৷ ইরানের হয়ে প্রথম গোলটি করেন মহম্মদ ঘোবেইসাভি ৷ এরপর প্রথমার্ধে আরও একটি গোল করেন তাহা শাহরিয়াতি ৷
advertisement
দ্বিতীয়ার্ধে অবশ্য মাত্র একটাই গোল করতে পারে ইরান ৷ তবে এই সময় কোনও গোল হজমও করেনি তারা ৷ কোস্টারিকা একের পর এক আক্রমণ করলেও ম্যাচে কোনও গোল করতে পারেনি ৷ ইরানের হয়ে শেষ গোলটি করেন মহম্মদ সার্দারি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যুব বিশ্বকাপে জিতেই চলেছে ইরান, এবার বধ কোস্টারিকা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement