‘‘ কুৎসিততম ফুটবলটা আজ খেললাম আমরা ’’...জিতেও স্বীকারোক্তি ব্রাজিল কোচের
Last Updated:
ব্রাজিলের খেলা দেখে হতাশ হতে হল মাঠে সেসময় আসা ৫৬ হাজার দর্শকদের ৷
Brazil: 2
Mali: 0
#কলকাতা: ব্রাজিল ফুটবল মানেই ‘জোগো বোনিতো’ ৷ ফুটবলের শিল্প দেখতেই লাতিন আমেরিকানদের খেলার ফ্যান বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা ৷ কিন্তু শনিবার যুবভারতীতে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে যে ফুটবলটা পাওলিনহোরা খেললেন , তাতে তাঁরা জিতলেও সন্তুষ্ট নন কেউই ৷
advertisement
তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ নিয়ে এমনিতেই বিশেষ আগ্রহ কখনই কারোর থাকে না ৷ কিন্তু টিমটার নাম যখন ব্রাজিল ৷ তখন ফাইনালের পাশাপাশি তাদের খেলাও মাঠে গিয়ে দেখতে কেউই ছাড়েননি ৷ কিন্তু হতাশ হতে হল মাঠে সেসময় আসা ৫৬ হাজার দর্শকদের ৷ স্বয়ং ব্রাজিল কোচও এদিন ম্যাচ শেষে কোনও রাখঢাক না করেই বললেন, ‘‘ গত আড়াই বছরে এই টিমটার সবচেয়ে বিশ্রী ম্যাচ এটা ৷ আমরা ভাগ্যবান যে ম্যাচটা জিতেছি ৷ ’’
advertisement
মালি ম্যাচে দুটি গোল হজম করল শুধুমাত্র নিজেদের দোষেই ৷ প্রথমটা তো গোলরক্ষক কোইটার দোষে ৷ এই গোল কোনওদিন দুঃস্বপ্নেও মনে করতে চাইবেন না মালির গোলরক্ষক ৷ ক্রিকেটে বাউন্ডারি লাইনে বল গলানোর মতোই এদিন মালি গোলরক্ষকের দু’পায়ের ফাঁক দিয়ে বল গলে ঢুকে যায় গোলে ৷ পরের গোলটা আবার মালির ডিফেন্ডারদের দোষে ৷ এর পাশাপাশি মালির একগাদা গোলের সুযোগ নষ্ট ৷ পাওলিনহো-লিঙ্কনরা ঠিকঠাক পায়ে বলই পাচ্ছিলেন না সারা ম্যাচে ৷ ২-০ গোলে তাই ব্রাজিল জিতলেও এই ম্যাচ কেউই মনে রাখবেন না ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2017 10:16 AM IST