‘‘ কুৎসিততম ফুটবলটা আজ খেললাম আমরা ’’...জিতেও স্বীকারোক্তি ব্রাজিল কোচের

Last Updated:

ব্রাজিলের খেলা দেখে হতাশ হতে হল মাঠে সেসময় আসা ৫৬ হাজার দর্শকদের ৷

Brazil: 2
Mali: 0 
#কলকাতা: ব্রাজিল ফুটবল মানেই ‘জোগো বোনিতো’ ৷ ফুটবলের শিল্প দেখতেই লাতিন আমেরিকানদের খেলার ফ্যান বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা ৷ কিন্তু শনিবার যুবভারতীতে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে যে ফুটবলটা পাওলিনহোরা খেললেন , তাতে তাঁরা জিতলেও সন্তুষ্ট নন কেউই ৷
advertisement
তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ নিয়ে এমনিতেই বিশেষ আগ্রহ কখনই কারোর থাকে না ৷ কিন্তু টিমটার নাম যখন ব্রাজিল ৷ তখন ফাইনালের পাশাপাশি তাদের খেলাও মাঠে গিয়ে দেখতে কেউই ছাড়েননি ৷ কিন্তু হতাশ হতে হল মাঠে সেসময় আসা ৫৬ হাজার দর্শকদের ৷ স্বয়ং ব্রাজিল কোচও এদিন ম্যাচ শেষে কোনও রাখঢাক না করেই বললেন, ‘‘ গত আড়াই বছরে এই টিমটার সবচেয়ে বিশ্রী ম্যাচ এটা ৷ আমরা ভাগ্যবান যে ম্যাচটা  জিতেছি ৷ ’’
advertisement
মালি ম্যাচে দুটি গোল হজম করল শুধুমাত্র নিজেদের দোষেই ৷ প্রথমটা তো গোলরক্ষক কোইটার দোষে ৷ এই গোল কোনওদিন দুঃস্বপ্নেও মনে করতে চাইবেন না মালির গোলরক্ষক ৷ ক্রিকেটে বাউন্ডারি লাইনে বল গলানোর মতোই এদিন মালি গোলরক্ষকের দু’পায়ের ফাঁক দিয়ে বল গলে ঢুকে যায় গোলে ৷ পরের গোলটা আবার মালির ডিফেন্ডারদের দোষে ৷ এর পাশাপাশি মালির একগাদা গোলের সুযোগ নষ্ট ৷ পাওলিনহো-লিঙ্কনরা ঠিকঠাক পায়ে বলই পাচ্ছিলেন না সারা ম্যাচে ৷ ২-০ গোলে তাই ব্রাজিল জিতলেও এই ম্যাচ কেউই মনে রাখবেন না ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ কুৎসিততম ফুটবলটা আজ খেললাম আমরা ’’...জিতেও স্বীকারোক্তি ব্রাজিল কোচের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement