Turkey vs Italy: তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু ইতালির

Last Updated:

প্রথমার্ধে খুব একটা আত্মবিশ্বাসী না দেখালেও দ্বিতীয়ার্ধে গোল পেতেই পাল্টে যায় ইতালির খেলা।

Photo Courtesy: UEFA Euro 2020/Twitter
Photo Courtesy: UEFA Euro 2020/Twitter
তুরস্ক- ০
ইতালি-৩(ডেমিরাল-৫৩',ইমমোবাইল-৬৬',লোরেঞ্জো ইনসাইন-৭৯')
#রোম: টুর্নামেন্ট জয়ের যে তাঁরা অন্যতম দাবিদার, তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন আজুরিরা ৷ তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই এবারের ইউরো কাপ অভিযান শুরু করল ইতালি ৷ প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করলেন তারা ৷
advertisement
advertisement
তুরস্কের বিরুদ্ধে গোল পাওয়ার জন্য ম্যাচে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় জরজিনহোদের। তুরস্কের মেরিহ ডেমিরালের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইতালি। এর পরেই ভেঙে পড়ে তুরস্কের ডিফেন্স। ৬৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইমমোবাইল ৷ ১৩ মিনিট যেতে না যেতেই আরও একটি গোল লোরেঞ্জো ইনসাইনের ৷ এই ম্যাচ জেতাতে এই মরশুমে টানা ৯টি ম্যাচ কোনও গোল না খেয়ে জয় পেল ইতালি ৷ সেইসঙ্গে গত ২৮ ম্যাচ ধরেই অপরাজিত তারা ৷
advertisement
প্রথমার্ধে গোল না পেলেও বল দখলের লড়াইয়ে গোটা ম্যাচ জুড়েই আধিপত্য ছিল ইতালির ৷ গ্রুপ-এ-তে ইতালির পরের ম্যাচ  সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Turkey vs Italy: তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু ইতালির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement