তুরস্ক- ০
ইতালি-৩(ডেমিরাল-৫৩',ইমমোবাইল-৬৬',লোরেঞ্জো ইনসাইন-৭৯')
#রোম: টুর্নামেন্ট জয়ের যে তাঁরা অন্যতম দাবিদার, তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন আজুরিরা ৷ তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই এবারের ইউরো কাপ অভিযান শুরু করল ইতালি ৷ প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করলেন তারা ৷
🇮🇹 Italy score THREE in a EURO game for the first time! ⚽️⚽️⚽️#ITA #EURO2020 pic.twitter.com/pCAxeFjnDo
— UEFA EURO 2020 (@EURO2020) June 11, 2021
তুরস্কের বিরুদ্ধে গোল পাওয়ার জন্য ম্যাচে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় জরজিনহোদের। তুরস্কের মেরিহ ডেমিরালের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইতালি। এর পরেই ভেঙে পড়ে তুরস্কের ডিফেন্স। ৬৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইমমোবাইল ৷ ১৩ মিনিট যেতে না যেতেই আরও একটি গোল লোরেঞ্জো ইনসাইনের ৷ এই ম্যাচ জেতাতে এই মরশুমে টানা ৯টি ম্যাচ কোনও গোল না খেয়ে জয় পেল ইতালি ৷ সেইসঙ্গে গত ২৮ ম্যাচ ধরেই অপরাজিত তারা ৷
প্রথমার্ধে গোল না পেলেও বল দখলের লড়াইয়ে গোটা ম্যাচ জুড়েই আধিপত্য ছিল ইতালির ৷ গ্রুপ-এ-তে ইতালির পরের ম্যাচ সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EURO 2020 Copa 2021