লন্ডন: রবিবার ওয়েম্বলিতে ইউরোর ফাইনাল শুরু হওয়ার আগেই মাঠের বাইরে একেবারে ধু্ন্ধুমার কাণ্ড ৷ আর যে ঘটনার পিছনে সম্পূর্ণ রূপে দায়ী ইংল্যান্ডের সমর্থকরা ৷ বিনা টিকিটে মাঠের মধ্যে ঢুকে পড়েন তারা বলে অভিযোগ ৷ রাস্তায় বিয়ারের বোতল, গ্লাস ছুড়ে ফেলেন সমর্থকরা ৷ উন্মত্ত জনতাকে সামাল দিতে এরপর আসরে নামে পুলিশ ৷ কিন্তু কাজটা সহজ ছিল না ৷ কারণ পুলিশের কোনও কথাই শুনছিলেন না দর্শকরা, এমনটাই অভিযোগ ৷
We witnessed this and I stepped away just in time. If this is even crossing your mind, don’t. You don’t get far. Please don’t ruin it for everyone at Wembley. pic.twitter.com/CoNx4U4CHb
— Michelle Owen (@MichelleOwen7) July 11, 2021
कुछ भी सिर्फ भारत में नहीं होता। ये #England का नज़ारा है। बिना टिकट #EuroCup2021 का फाइनल देखने के लिए लोग #wembly स्टेडियम में घुस रहे हैं। पुलिस असहाय है। #Italy ने #HarryKane का सपना तोड़ दिया। इंग्लैंड पेनल्टी शूटआउट में हार गई pic.twitter.com/Q9K3hzJfTg
— Alok Kumar (@dmalok) July 12, 2021
ওয়েম্বলির মতো বিশ্বের অন্যতম সেরা ফুটবল মাঠের বাইরে এই কাণ্ড রীতিমতো লজ্জায় ফেলেছে ইংল্যান্ড ফুটবলকে ৷ ইংল্যান্ডের সমর্থকরা মাঠে ঝামেলা করার জন্য বরাবরই কুখ্যাত ৷ ইউরোর ফাইনালও দেখা গেল সেই একই ছবি ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশের ব্যারিকেড টপকে ইংরেজ সমর্থকরা স্টেডিয়ামের দিকে আসার চেষ্টা করেন। তার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ঝামেলা বাঁধে সমর্থকদের। কিন্তু উন্মুক্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগে পেতে হয়। সেই সুযোগে বিনা টিকিটেই স্টেডিয়ামে ঢুকে পড়েন বেশ কিছু দর্শক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EURO 2020 Copa 2021, Euro Cup 2020