#Coronavirus: স্থগিত ইপিএল, UEFA অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি : শুক্রবার এক বিবৃতিতে উয়েফা জানিয়ে দিয়েছে সামনের সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ম্যাচ হবে না ৷ তবে কবে আবার ফের এই টুর্নামেন্ট শুরু হবে তা নিয়ে কিছু জানায়নি ইউরোপীয় ফুটবলের এই গভর্নিং বডি ৷
উয়েফা নিজেদের বিবৃতিতে জানিয়েছে , ‘COVID-19 নিয়ে সাম্প্রতিক যা যা হচ্ছে এবং বিভিন্ন দেশের প্রশাসন যে সব সতর্কতা জারি হয়েছে তার প্রেক্ষিতে উয়েফা ক্লাব কম্পিটিশন ও ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে ৷ ’
ইউরো ২০২০ -যা জুন ও জুলাইতে হওয়ার কথা আছে তা নিয়ে মঙ্গলবার বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ তার আগেই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত হয়ে গেল ৷
advertisement
advertisement
এদিকে এর আগে বিভিন্ন দেশের ঘরোয়া লিগ স্থগিত হয়ে গেলেও ইপিএল এখনও অবধি চলছিল তবে এবার ইপিএলও বন্ধ করে দেওয়া হল ৷ ৪ এপ্রিল অবধি বন্ধ থাকবে ইংলিশ প্রিমিয়র লিগের খেলা ৷
এদিকে করোনা আতঙ্কে আগে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দু'টি ম্যাচ হবে দর্শক শূন্য গ্যালারিতে ৷ কিন্তু ভয়াবহ গতিতে বেড়ে চলা করোনা আতঙ্ক থেকে বাঁচতে এবার বাকি দু'টি একদিনের ম্যাচ বাতিল করে দিল বিসিসিআই ৷
advertisement
১৫ তারিখ লখনউ ও ১৮ তারিখ কলকাতার ম্যাচ হবে না এমনটাই হয়েছে সিদ্ধান্ত ৷ এদিকে ধরমশালায় ম্যাচ ভেস্তে যাওয়ার পর ইতিমধ্যেই দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে রাঁচি পৌঁছে গেছে দল ৷ বিমানেও ভারতীয় ক্রিকেটাররা মাস্ক ব্যবহার করেন ৷
করোনা ভাইরাসের জেরে এর আগেই আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল অবধি ৷ ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল ২০২০ ৷ কিন্তু বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রকোপে ১৫ এপ্রিল অবধি পিছিয়ে দেওয়া হল এই মিলিয়ন ডলার ক্রিকেটিং ইভেন্ট ৷
advertisement
.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2020 8:27 PM IST