Euro 2020 : চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড, বিশ্বাস করেন রাশফোর্ড

Last Updated:

ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কোস রাশফর্ড বর্তমানে ইংল্যান্ড দলের সঙ্গে রয়েছেন। শেষ ম্যাচে তিনি ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেন।মূলত তাঁর গোলই রোমানিয়াকে ১-০ গোলে হারায় ইংল্যান্ড

তিনি বিশ্বাস করেন যে প্রতিটি ফুটবলারের ইউরো ২০২০ জেতার ব্যাপারে যথেষ্ট ভূমিকা থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কোস রাশফর্ড বর্তমানে ইংল্যান্ড দলের সঙ্গে রয়েছেন। শেষ ম্যাচে তিনি ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেন।মূলত তাঁর গোলই রোমানিয়াকে ১-০ গোলে হারায় ইংল্যান্ড। কিন্তু তিনি কী আদৌ ইংল্যান্ডের হয়ে প্রথম এগারোতে শুরু করবেন? গ্যারেথ সাউথগেটের কাছে অ্যাটাকিং ফুটবলার প্রচুর আছে।রাশফর্ড নিজেও এই ব্যাপারটি সম্পর্কে অবগত।
advertisement
রহিম স্টারলিং, সঞ্চো, গ্রিলিশ, কেনদের মত আক্রমনাত্মক ফুটবলারের ছড়াছড়ি দলে। ২৬ জনের দলের সবার ভূমিকা আছে বলে মনে করেন তিনি।যদি ইংলিশ দল প্রতিযোগিতায় সাফল্য পায় তাহলে প্রতিটি প্লেয়ারই সেই সাফল্যের অংশীদার হবে।
advertisement
এদিন তিনি বলেন "টুর্নামেন্ট জেতার আমরা একটি দল হিসেবে যাচ্ছি।কেউ যদি প্রথম ১১ তে নাও থাকে তবুও তাঁর ভূমিকা থাকবে এই টুর্নামেন্ট জেতার ব্যাপারে।"
advertisement
"আমাকে ভুল বুঝবেন না। কিন্তু সবাই খেলোয়াড় হিসেবে প্রথম দলে খেলতে চায়।আমরা অভিজ্ঞতা বলে যে এই টুর্নামেন্টের জন্য একটি দল প্রয়োজন যেখানে এমন প্লেয়ার থাকবে যারা ম্যাচের যেকোনো মুহূর্তে মাঠে নেমে খেলা ঘুরিয়ে দিতে পারে।"
ব্রিটিশ সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে বলেন তিনি। রাশফর্ডকে ইউরো কাপে খেলতে দেখা যাবে কিনা প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন "আমাদের টিমে মাঠের সর্বত্র খেলার প্লেয়ার আছে। তাই দলে নিজের জায়গা নিয়ে আমি চিন্তিত নই। আমি নিজের খেলার দিকে মন দিতে চাই।"
advertisement
আগামী ১৩ই জুন নিজেদের ইউরো অভিযান শুরু করবে ইংল্যান্ড। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এবার ইউরোতে গ্রুপ ডি - তে আছে ইংল্যান্ড। তাঁদের সঙ্গে একই গ্রুপে আছে স্কটল্যান্ড,ক্রোয়েশিয়া এবং চেক রিপাবলিক। কাগজে-কলমে ইংলিশ ফুটবল দল যতটা দক্ষ, তার কিছুটা তুলে ধরতে পারলেও কমপক্ষে সেমিফাইনালে যাওয়া উচিত থ্রি লায়ন্সদের।
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 : চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড, বিশ্বাস করেন রাশফোর্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement