কেনের হ্যাটট্রিক, পানামাকে হাফ ডজন গোলের মালা পরিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ড
Last Updated:
ইংল্যান্ড: ৬ ( কেন- ২২',৪৫',৬২', স্টোনস-৮',৪০', লিনগার্ড-৩৬'), পানামা- ১ ( বালয়-৭৮')
ইংল্যান্ড: ৬ ( কেন- ২২',৪৫',৬২', স্টোনস-৮',৪০', লিনগার্ড-৩৬'), পানামা- ১ ( বালয়-৭৮')
#নিজনি নভগরোদ: জোড়া পেনাল্টিতে পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক। বিশ্বকাপে সোনার বুটের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। গ্রুপের ম্যাচে পানামাকে রবিবার ৬-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল সাউথগেটের দল। কেনের হ্যাটট্রিক ছাড়াও এদিন ম্যাচে জোড়া গোল করেন স্টোনস । অপর গোলটি লিনগার্ডের ৷ ম্যাচের আট মিনিটে স্টোনসের গোল দিয়ে শুরু । এরপর ২২, ৪৬ এবং ৬২ মিনিটে কেনের গোল । ইংল্যান্ডের তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার নজির গড়লেন তিনি ৷ ম্যাচের ৭৮ মিনিটে পানামার হয়ে বালয়ের সান্তনামূলক একটা গোল ছাড়া এই ম্যাচ থেকে কিছুই পাওনা নেই উত্তর আমেরিকার এই দেশটির ৷
advertisement
advertisement
প্রথমার্ধেই পাঁচ গোল করে বিপক্ষকে দুমড়ে দিয়েছিল ইংল্যান্ড ৷ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কেন ৷ ইংল্যান্ড অধিনায়কের তিনটি গোলের মধ্যে দুটি অবশ্য এসেছে পেনাল্টি থেকে ৷ তিউনিশিয়ার বিরুদ্ধে কোনওক্রমে এক গোলে জিতলেও এদিন দুর্বল পানামার বিরুদ্ধে হাফ ডজন গোল করতে সফল গ্যারেথ সাউথগেটের দল ৷ এদিন অবশ্য ‘মোমেন্ট অফ দ্য ডে’ পানামার বালয়ের করা গোলটি ৷ কারণ এটাই ছিল বিশ্বকাপের মূলপর্বে পানামার প্রথম গোল ৷ তাই ৬ গোল খেলেও ওই একটা গোল করেই গ্যালারি জুড়ে এদিন উৎসব শুরু করেন পানামার সমর্থকরা ৷ তাঁদের দেশের কাছে এটা অবশ্যই ঐতিহাসিক একটা মুহূর্ত ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2018 8:35 PM IST