Home /News /sports /
ভিআইপি বক্সে প্রেসিডেন্টের নাচ, হার মানাবে বলিউডি নায়ককেও,দেখুন ভাইরাল ভিডিও

ভিআইপি বক্সে প্রেসিডেন্টের নাচ, হার মানাবে বলিউডি নায়ককেও,দেখুন ভাইরাল ভিডিও

Photo Courtesy : Reuters

Photo Courtesy : Reuters

রবিবারের মেগা ফাইনালের পর ক্রোট প্রেসিডেন্টকে ভালোই টক্কর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এ্যমানুয়েল ম্যাক্রন ৷

 • Share this:

  #মস্কো : রবিবারের মেগা ফাইনালের পর ক্রোট প্রেসিডেন্টকে ভালোই টক্কর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এ্যমানুয়েল ম্যাক্রন ৷ সেমিফাইনাল থেকে দলের জার্সি পরে ফ্যান গ্যালারি থেকে খেলা দেখে মন জিতেছিলেন ক্রোট প্রেসিডেন্ট কালিন্দা ৷ তারপর প্লেয়ারদের সঙ্গে নাচানাচি করার ভিডিও-য় ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷

  এবার বিশ্বকাপ জয়ী দলের প্রেসিডেন্টও ছিনিয়ে নিলেন লাইম লাইট ৷ ভিআইপি বক্সে ম্যাচ দেখার সময়েই উঠে গিয়ে শূন্যে ফিস্ট করেন , কার্যত বলিউডি হিরোদের কায়দায় নেচে নেওয়ার মতো ৷

  প্রেসিডেন্ট সুলভ গাম্ভীর্য , পদের গুরুভার ছুঁড়ে ফেলে ৪০ বছরের ফরাসি প্রেসিডেন্টের এই  ‘জেস্চার’   এখন নেটিজেনদের মধ্যে ভাইরাল ৷

  তবে শুধু এটুকুতেই থামেননি তিনি ৷ এরপর প্লেয়ার সঙ্গে ড্রেসিং রুমে দেখা করতে গিয়ে ‘ড্যাব’-ও করেন ৷ সেখানে তিনি বেঞ্জামিন মেন্ডি ও পল পোগবাকে জিজ্ঞাসা করেন এখন সবচেয়ে জনপ্রিয় কী ৷ তখন তাঁরাই প্রেসিডেন্টকে ড্যাবে-র প্রস্তাব দেন ৷

  First published:

  Tags: 2018 FIFA World Cup, Emmanuel Macron, France

  পরবর্তী খবর