সালাহ বনাম সুয়ারেজ দেখতে দূরবীন হাতে মাঠে যাবেন দর্শকরা
Last Updated:
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শুক্রবার একতেরিনবার্গ স্টেডিয়ামে মুখোমুখি মিশর-উরুগুয়ে।
# একতেরিনবার্গ: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শুক্রবার একতেরিনবার্গ স্টেডিয়ামে মুখোমুখি মিশর-উরুগুয়ে। ভারতীয় সময় বিকেল ৫.৩০টা থেকে খেলা শুরু। একনজরে একতেরিনবার্গ স্টেডিয়াম।
বিশ্বকাপের জন্য নয়াভাবে তৈরি হওয়া এই স্টেডিয়ামের বৈশিষ্ট্য আগেই নিউজ ১৮ জানিয়েছে ৷ ছোট এই স্টেডিয়ামের দর্শকাসন বাড়ানোর জন্য গ্যালারি এমনভাবেই বাড়ানো হয়েছে যে গ্যালারিগুলি অনেক উঁচু হয়ে গেছে ৷ ফলে এই মাঠে যাঁরা ম্যাচ দেখতে আসবেন তাদের দূরবীন নিয়েই আসতে হবে ৷ ১৯৫৬ সালে তৈরি হয় স্টেডিয়ামটি রাশিয়ার অন্যতম প্রাচীন স্টেডিয়াম ৷
advertisement
advertisement
এবারের বিশ্বকাপে মিশরও সকলের নজরে ৷ লিভারপুলের জার্সি গায়ে মাঠ কাঁপানো সালাহ এখন ফুটবল বিশ্বের বড় মাপের তারকা ৷ যদিও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পাওয়ায় প্রথম ম্যাচে সালাহর খেলা বড় প্রশ্নচিহ্নের সামনে। তবে ইতিমধ্যেই মাঠে নামতে মরিয়া মিশর তারকা।
advertisement
১৫ জুন মিশর বনাম উরুগুয়ে খেলা শুরু হবে বিকেল ৫.৩০ এ ৷ এদিকে এই ম্যাচে উরুগুয়ের তারকা সুয়ারেজও মাঠে নামবেন ৷ তাই তিনিও লাইমলাইট ছিনিয়ে নেওয়ার কোনও কসুর করবেন না ৷ ফলে একতেরিনবার্গের স্টেডিয়ামে কার্যত সেয়ানে সেয়ানে কোলাকুলি ৷
Location :
First Published :
June 14, 2018 6:08 PM IST