গোল পেলেন সালাহ, তবুও বিশ্বকাপে বিদায়ের মুখে মিশর, নক আউটে রাশিয়া

Last Updated:

চোট সারিয়ে দলে ফিরেও মিশরকে বিশেষ সুবিধা করে দিতে পারলেন না মহম্মদ সালাহ ৷

রাশিয়া (৩) ফাতাহি, চেরিশেভ, জুবা - ইজিপ্ট (১) সালাহ
#সেন্ট পিটার্সবার্গ : চোট সারিয়ে দলে ফিরেও মিশরকে বিশেষ সুবিধা করে দিতে পারলেন না মহম্মদ সালাহ ৷ পেনাল্টি থেকে গোল দিলেও দলকে টেনে দেওয়ার জন্য লিভারপুলের তরুণ তুর্কি স্ট্রাইকারের চেষ্টা যথেষ্ট ছিল না ৷
অন্যদিকে গ্রুপ এ-র প্রথম দুটি ম্যাচেই জিতে নকআউটের টিকিট নিশ্চিত আয়োজক দেশ রাশিয়ার ৷  এদিনের ম্যাচে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে মিশর ৷
advertisement
advertisement
এদিনই বিশ্বকাপে অভিষেক ঘটলো মহম্মদ সালাহার ৷ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোটের পর এদিনই ম্যাচে ফেরেন মিশরীয় তারকা ৷  ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল সালাহা-র প্রথম বিশ্বকাপ গোল ৷ তবে দল হারায় এই গোল কার্যত তাঁর কাছে সান্ত্বনা পুরস্কার ৷
advertisement
এদিন রাশিয়ার পনেরো মিনিটের একটি আক্রমণ ঝড়ে উড়ে যায় মিশর ৷ প্রথম গোল করে রাশিয়াকে এগিয়ে দেওয়ার ভুলও এদিন মিশরই করেছিল ৷  প্রথমার্ধ গোল শূন্য থাকলেও ৪৭ মিনিটে আত্মঘাতী গোল করেন আহমেদ ফাতাহি ৷  এরপর ৫৯ ও ৬২ মিনিটে পরপর দুটি গোল করে রাশিয়া  ৷ গোল করেন চেরিশেভ ও জুবা ৷
advertisement
প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে  ৫ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৩ গোল দিয়ে নক আউটের টিকিট নিশ্চিত করে ফেলল আয়োজক রাশিয়া ৷
বাংলা খবর/ খবর/খেলা/
গোল পেলেন সালাহ, তবুও বিশ্বকাপে বিদায়ের মুখে মিশর, নক আউটে রাশিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement