গোল পেলেন সালাহ, তবুও বিশ্বকাপে বিদায়ের মুখে মিশর, নক আউটে রাশিয়া
Last Updated:
চোট সারিয়ে দলে ফিরেও মিশরকে বিশেষ সুবিধা করে দিতে পারলেন না মহম্মদ সালাহ ৷
রাশিয়া (৩) ফাতাহি, চেরিশেভ, জুবা - ইজিপ্ট (১) সালাহ
#সেন্ট পিটার্সবার্গ : চোট সারিয়ে দলে ফিরেও মিশরকে বিশেষ সুবিধা করে দিতে পারলেন না মহম্মদ সালাহ ৷ পেনাল্টি থেকে গোল দিলেও দলকে টেনে দেওয়ার জন্য লিভারপুলের তরুণ তুর্কি স্ট্রাইকারের চেষ্টা যথেষ্ট ছিল না ৷
অন্যদিকে গ্রুপ এ-র প্রথম দুটি ম্যাচেই জিতে নকআউটের টিকিট নিশ্চিত আয়োজক দেশ রাশিয়ার ৷ এদিনের ম্যাচে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে মিশর ৷
advertisement
advertisement
এদিনই বিশ্বকাপে অভিষেক ঘটলো মহম্মদ সালাহার ৷ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোটের পর এদিনই ম্যাচে ফেরেন মিশরীয় তারকা ৷ ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল সালাহা-র প্রথম বিশ্বকাপ গোল ৷ তবে দল হারায় এই গোল কার্যত তাঁর কাছে সান্ত্বনা পুরস্কার ৷
advertisement
এদিন রাশিয়ার পনেরো মিনিটের একটি আক্রমণ ঝড়ে উড়ে যায় মিশর ৷ প্রথম গোল করে রাশিয়াকে এগিয়ে দেওয়ার ভুলও এদিন মিশরই করেছিল ৷ প্রথমার্ধ গোল শূন্য থাকলেও ৪৭ মিনিটে আত্মঘাতী গোল করেন আহমেদ ফাতাহি ৷ এরপর ৫৯ ও ৬২ মিনিটে পরপর দুটি গোল করে রাশিয়া ৷ গোল করেন চেরিশেভ ও জুবা ৷
advertisement
প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ৫ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৩ গোল দিয়ে নক আউটের টিকিট নিশ্চিত করে ফেলল আয়োজক রাশিয়া ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2018 6:58 AM IST