ইয়াস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ দেবে লাল হলুদ

Last Updated:

ইয়াস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ দেবে লাল হলুদ জানিয়েছেন সচিব। এই সামান্য সাহায্যই যদি মানুষের জীবনে কিছুটা হলেও আলোকপাত করতে পারে সেটাই হবে বড় প্রাপ্তি জানাচ্ছেন লাল-হলুদ সচিব

ক্লাব সচিব কল্যাণ মজুমদার বলেন অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ফুটবল নিয়ে ভাবার সময় হয়তো এই মুহূর্ত নয়। কয়েক দিনের মধ্যেই আমাদের রাজ্যে ইয়াস নামক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। ফলে হবে বিপুল ক্ষয়ক্ষতি। তাই সব দিক বিচার করে আসন্ন ধ্বংসলীলার মোকাবিলা করার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে এই অর্থ তুলে দিতে চাই।
advertisement
এই সামান্য সাহায্যই যদি মানুষের জীবনে কিছুটা হলেও আলোকপাত করতে পারে সেটাই হবে বড় প্রাপ্তি জানাচ্ছেন লাল-হলুদ সচিব। খেলার মাঠে সময়টা ভাল যাচ্ছে না লাল-হলুদ ব্রিগেডের। শেষ কয়েক বছর সাফল্য নেই। কিন্তু যে ক্লাব শতবর্ষ পার করে এসেছে, তাঁদের কাছে এই সাময়িক ব্যর্থতা বড় কোনও ব্যাপার নয়। আসল হল প্রয়োজনের সময় নিজেদের মানবিক মুখ আবার দেখাল ইস্টবেঙ্গল।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ইয়াস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ দেবে লাল হলুদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement