ডার্বি অতীত, লাল-হলুদে মিশন মুম্বই, আইএসএলে জয়ের খোঁজে মরিয়া ইস্টবেঙ্গল

Last Updated:

অন্যদিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ০-২ হারলেও দলের খেলায় খুশি লাল-হলুদ সমর্থকরা।

#কলকাতা: ডার্বি অতীত। আইএসএলের অভিষেক ম্যাচে হার ভুলে লাল-হলুদে এবার মিশন মুম্বই। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের হাইওয়েতে উঠে আসতে তৈরি  ফাওলার ব্রিগেড। মঙ্গলবার পিলকিংটন, মাঘোমাদের প্রতিপক্ষ মুম্বই সিটি।
সের্গিও লোবেরার দল এখনও অবধি সাতের আইএসএলে ম্যাচ দুটি ম‍্যাচ খেলে একটি ম্যাচ জিতেছে, অন্যটি হেরেছে। দুই ম্যাচে তিন পয়েন্ট লোবেরার দলের। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারলেও জয় এসেছে গোয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান লিগ খেলা ব্রিটিশ স্ট্রাইকার অ্যাডাম ফন্ড্রে, ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস, জাপানিজ উইঙ্গার গদদার্দের সঙ্গে ভারতীয় ব্রিগেডে সার্থক গোলুই, মন্দার রাও দেশাই, রাওলিন বোর্জেসদের নিয়ে এবার একেবারে নতুন ভাবে দল সাজিয়েছে মুম্বই সিটি।
advertisement
অন্যদিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ০-২ হারলেও দলের খেলায় খুশি লাল-হলুদ সমর্থকরা। আইএসএলে নামার জন্য শেষ মুহূর্তে তড়িঘড়ি দল তৈরি করতে হয়েছিল ম‍্যানেজমেন্টকে। তার ওপর আইএসএলের প্রস্তুতি সারতে অন্য দল গুলোর তুলনায় সবথেকে কম সময় পেয়েছেন কোচ রবি ফাওলার। ফলে মর্যাদার ডার্বি হারলেও লিভারপুল কিংবদন্তির জন্য সহানুভূতির হাওয়া রয়েছে লাল-হলুদের অন্দরমহলে। ডার্বি হারের পর কোচ ফাওলার বলেছেন,"শুধু ডার্বি নয়, যে কোন ম্যাচে হারটাই খারাপ। তবে ছেলেরা খারাপ খেলেনি। ভবিষ্যতে আরও ভাল খেলবে আমার দল।"
advertisement
advertisement
ডার্বিতে নজরকাড়া পিলকিংটনের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ। ইপিএল খেলে আসা লাল-হলুদ সমর্থকদের আশা, ভরসা বলেছেন,"হারের হ‍্যাং-ওভার কাটাতে হবে। মুম্বই ম্যাচ জিততেই হবে।" মাত্র কয়েক দিনেই লাখো লাল-হলুদ সমর্থকদের মনের কথা পড়ে ফেলেছেন নরউইচের প্রাক্তনী।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ডার্বি অতীত, লাল-হলুদে মিশন মুম্বই, আইএসএলে জয়ের খোঁজে মরিয়া ইস্টবেঙ্গল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement