#কলকাতা: ডার্বি অতীত। আইএসএলের অভিষেক ম্যাচে হার ভুলে লাল-হলুদে এবার মিশন মুম্বই। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের হাইওয়েতে উঠে আসতে তৈরি ফাওলার ব্রিগেড। মঙ্গলবার পিলকিংটন, মাঘোমাদের প্রতিপক্ষ মুম্বই সিটি।
সের্গিও লোবেরার দল এখনও অবধি সাতের আইএসএলে ম্যাচ দুটি ম্যাচ খেলে একটি ম্যাচ জিতেছে, অন্যটি হেরেছে। দুই ম্যাচে তিন পয়েন্ট লোবেরার দলের। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারলেও জয় এসেছে গোয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান লিগ খেলা ব্রিটিশ স্ট্রাইকার অ্যাডাম ফন্ড্রে, ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস, জাপানিজ উইঙ্গার গদদার্দের সঙ্গে ভারতীয় ব্রিগেডে সার্থক গোলুই, মন্দার রাও দেশাই, রাওলিন বোর্জেসদের নিয়ে এবার একেবারে নতুন ভাবে দল সাজিয়েছে মুম্বই সিটি।
অন্যদিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ০-২ হারলেও দলের খেলায় খুশি লাল-হলুদ সমর্থকরা। আইএসএলে নামার জন্য শেষ মুহূর্তে তড়িঘড়ি দল তৈরি করতে হয়েছিল ম্যানেজমেন্টকে। তার ওপর আইএসএলের প্রস্তুতি সারতে অন্য দল গুলোর তুলনায় সবথেকে কম সময় পেয়েছেন কোচ রবি ফাওলার। ফলে মর্যাদার ডার্বি হারলেও লিভারপুল কিংবদন্তির জন্য সহানুভূতির হাওয়া রয়েছে লাল-হলুদের অন্দরমহলে। ডার্বি হারের পর কোচ ফাওলার বলেছেন,"শুধু ডার্বি নয়, যে কোন ম্যাচে হারটাই খারাপ। তবে ছেলেরা খারাপ খেলেনি। ভবিষ্যতে আরও ভাল খেলবে আমার দল।"
ডার্বিতে নজরকাড়া পিলকিংটনের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ। ইপিএল খেলে আসা লাল-হলুদ সমর্থকদের আশা, ভরসা বলেছেন,"হারের হ্যাং-ওভার কাটাতে হবে। মুম্বই ম্যাচ জিততেই হবে।" মাত্র কয়েক দিনেই লাখো লাল-হলুদ সমর্থকদের মনের কথা পড়ে ফেলেছেন নরউইচের প্রাক্তনী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ISL 2020-21, Mumbai city