ইস্টবেঙ্গল থেকে সরিয়ে দেওয়া হল খালিদকে, মহমেডানের নতুন কোচ মৃদুল
Last Updated:
কলকাতা ফুটবলে মরশুম শেষে ক্লাবে ক্লাবে কোচেদের বিদায় ঘন্টা বেজে গেল ৷ খালিদ জামিলকে বাতিল করে দিল ইস্টবেঙ্গল ৷ অন্যদিকে মহমেডান স্পোর্টিংয়ের নয়া কোচ হলেন মৃদুল ভট্টাচার্য
#কলকাতা: কলকাতা ফুটবলে মরশুম শেষে ক্লাবে ক্লাবে কোচেদের বিদায় ঘন্টা বেজে গেল ৷ খালিদ জামিলকে বাতিল করে দিল ইস্টবেঙ্গল ৷ অন্যদিকে মহমেডান স্পোর্টিংয়ের নয়া কোচ হলেন মৃদুল ভট্টাচার্য ৷
মরশুমের মাঝপথ থেকে ইস্টবেঙ্গলের খালিদ প্রীতি আস্তে আস্তে কমে আসছিল ৷ কলকাতা লিগ ছাড়া আর কিছুই দিতে পারেননি আইজলকে চ্যাম্পিয়ন করা কোচ ৷ আইলিগে দু‘বার ডার্বিতে হার, চ্যাম্পিয়নশিপের দৌড়ে থেকেও তা হাতছাড়া হওয়া ক্ষোভের পাহাড় জমছিল ৷
সুপার কাপের আগেই সুভাষ ভৌমিককে খালিদের মাথার ওপর বসিয়েছিলেন লালহলুদ কর্মকর্তারা ৷ কিন্তু তাতে না চাকরিতে ইস্তফা দিয়েছেন খালিদ না সুভাষ ভৌমিকের সঙ্গে কাজ করেছেন ৷ ফলে দলও কোচ ও টিডি-র দু‘রকম নির্দেশ পালন করতে গিয়ে আরও বিভক্ত হয়ে গেছে ৷ যা হওয়ার তাই হয়েছে সুপার কাপও ঘরে আসেনি ৷
advertisement
advertisement
ফলে যেটা হওয়ার ছিল সেটাই হল ৷ খালিদ জামিলকে সরিয়ে দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে নিল ইস্টবেঙ্গল ৷ পাশাপাশি আগামী মরশুমে দলের দায়িত্ব সামলাবেন সুভাষ ভৌমিকই ৷ পাশাপাশি এ লাইসেন্সধারী কোচ হিসেবে প্রাথমিকভাবে বাস্তব রায়ের সঙ্গে কথা বলবে ইস্টবেঙ্গল ৷
advertisement
এদিকে টানা পাঁচ ম্যাচে হারের জেরে সরে যেতে হল মহমেডান স্পোর্টিংয়ে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে ৷ তাঁর বদলে দায়িত্বে আসতে চলেছেন মৃদুল ভট্টাচার্য ৷ পারফরম্যান্স না হলেই কোচ বদলে ফেলার চিরাচরিত রীতি মেনেই বিশ্বজিৎকে সরিয়ে মৃদুলকে আনতে চলেছে সাদা-কালো শিবির ৷ গত মরশুমে মৃদুল ভট্টাচার্যের কোচিংয়ে কলকাতা লিগে রানার্স হয়েছিল মহমেডান ৷ পাশাপাশি বাংলাকেও সন্তোষ ট্রফি জিতিয়েছিলেন তিনি ৷ তাই তাঁর ওপরই আস্থা দেখাল মহমেডান ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2018 8:54 PM IST