আর্জেন্টিনার ‘না’-তে শিকে ছিঁড়ল ব্রাজিলের, Copa America 2021 হবে সাম্বার দেশে

Last Updated:

কোপা আমেরিকা ২০২১ (Copa America 2021) হবে ব্রাজিলে (Brazil) CONMEBOL-র বড় সিদ্ধান্ত৷

#সাওপাওলো: দক্ষিণ আমেরিকা -র বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট দ্য কোপা আমেরিকা৷ সোমবার আর্জেন্টিনার কাছ থেকে চলে গেল ব্রাজিলের কাছে৷ গত বছর কোপা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের কারণে তা একবছর পিছিয়ে যায়৷ এদিকে আর্জেন্টিনায় বর্তমানে অতিমারি ভয়ঙ্কর আকার ধারণ করায় একদিন আগেই তারা জানিয়ে দিয়েছিল এবারের টুর্নামেন্ট তারা আয়োজন করতে চায় না ৷ এমত অবস্থায় আয়োজক CONMEBOL সোমবার তৎপরতার সঙ্গে বদল ভ্যেনুর সন্ধানে বৈঠকে বসে৷ সেখানই নতুন ভ্যেনু হিসেবে নির্বাচিত হল ব্রাজিল৷
advertisement
নির্ধারিত সূচি অনুযায়ি আর দু সপ্তাহ বাদেই কোপা আমেরিকার ম্যাচ শুরু হওয়ার কথা৷ ১৩ জুন ছেকে ১০ জুলাই অবধি ছিল সূচি৷ তবে পরিবর্ত ভ্যেনু ও ক্রীড়াসূচি দুই নিয়েই নতুন ক্রীড়াসূচি প্রকাশ করবে CONMEBOL৷
advertisement
২০১৯ সালেও কোপা আয়োজন করেছিল ব্রাজিলই৷ সারা পৃথিবীর যে দেশগুলি করোনা অতিমারিতে সবচেয়ে খারাপভাবে বিধ্বস্ত তারমধ্যে ব্রাজিল অন্যতম৷ এখনও পর্যন্ত সারা পৃথিবীতে করোনার মৃত্যুর নিরিখে তাদের দেশে মৃতের সংখ্যা বিশ্বে দ্বিতীয়৷ সেখানে এখনও অবঝি ৪ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছেন৷ আর মোট করোনা কেসের সংখ্যা ১৬.৫ মিলিয়ন৷
advertisement
এদিকে এর আগে
আর্জেন্টিনায় আয়োজিত হতে চলা ২০২১ -র কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট (Copa America football tournament)  স্থগিত হয়ে গেল৷ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোপা আয়োজকরা৷ CONMEBOLপক্ষ থেকে জারি করা বিবৃতি অনুযায়ি যেহেতু দেশে কোভিড ১৯ -এ পরিস্থিতিতে বৃদ্ধি একেবারে রেকর্ড পরিমাণে হয়েছে৷ দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা গত সপ্তাহে কলম্বিয়াকে আয়োজকের তালিকা থেকে বাদ দিয়েছে৷ কারণ সেখানে অসহিষ্ণুতার আবহ চরমে৷ তারা জানিয়েছে কোপা আয়োজন করার জন্য অন্য কোনও দেশের নাম ভাবনা চিন্তা করা হচ্ছে৷ গভর্নিং বডি ট্যুইট করে জানিয়েছেন, ‘‘ CONMEBOL বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে জানাচ্ছে এই মুহূর্তে আর্জেন্টিনায় কোপা আমেরিকা আয়োজন স্থগিত রাখা হয়েছে৷ ’’
advertisement
তারা আরও জানিয়েছেন. ‘‘CONMEBOL  খতিয়ে দেখছে যারা আর্জেন্টিনার সঙ্গে যুগ্ম আয়োজক হিসেবে কোপা আয়োজনের জন্য আবেদন করেছে৷ ’’
আসলে কোপা আমেরিকা নির্ধারিত সূচি অনুযায়ি ২০২০ তে আয়োজন হওয়ার কথা ছিল৷ তবে করোনা ভাইরাস অতিমারির (coronavirus pandemic) কারণে তা ১২ মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়৷
এবার এই টুর্নামেন্টে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে সোমবার বৈঠকে বসবেন আধিকারিকরা৷ শুক্রবার একটি ভোটিং হয়েছিল, যেখানে বেশি সংখ্যক আর্জেন্তিনীয়রা করোনা পরিস্থিতিতে দেশে টুর্নামেন্ট আয়োজন করার বিপক্ষে মত দিয়েছেন৷
advertisement
নির্ধারিত সূচি মেনে কোপা আমেরিকা আর ২ সপ্তাহ বাদে শুরু হওয়ার কথা ছিল৷ প্রতি দিনের সংক্রমণে রেকর্ড বৃদ্ধির ফলে এই মুহূর্তে আর্জেন্টিনায় ৯ দিনের লকডাউন চলছে৷
আর্জেন্তাইন প্রশাসন আশা করছে যে লকডাউন ২২ মে শুরু হয়েছে তার দৌলতে করোন সংক্রমণের কার্ভ ফ্ল্যাট হয়ে যাবে কোপা আমেরিকার আগেই৷
আর্জেন্টিনা কড়া নিয়মবিধি পালনের আশ্বাস দিয়েছিল CONMEBOL কে যার জন্য অতিরিক্ত স্টেডিয়াম টুর্নামেন্টের জন্য প্রস্তুত রাখতে হয়েছিল৷
advertisement
CONMEBOL  মে মাসের ২০ তারিখে কলম্বিয়ার আবেদন খারিজ করে দেয়৷ নির্ধারিত সূচি অনুযায়ি ১৩ জুন থেকে ১০ জুলাই অবধি লাতিন আমেরিকা সেরার এই টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা৷ কিন্তু কোভিড ১৯ ( Covid-19 ) কেসে অত্যন্ত বৃদ্ধির জন্য কলম্বিয়াতে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে , চলছে প্রতিবাদ আন্দোলনও৷
কলম্বিয়া আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার পর একমাত্র আয়োজক দাঁড়ায় আর্জেন্টিনা৷ তবে সাম্প্রতিক পোলে আর্জেন্টাইনদের পক্ষ থেকে ৭০ শতাংশ মানুষ দেশে কোপা আয়োজন হোক চাইছেন না৷ মাত্র ২০ শতাংশ মানুষ চাইছেন আর্জেন্টিনায় আয়োজন হোক ,আর ১০ শতাংশ মানুষ কিছু মন্তব্য করেননি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনার ‘না’-তে শিকে ছিঁড়ল ব্রাজিলের, Copa America 2021 হবে সাম্বার দেশে
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement