#কলকাতা: ২০০৮ সালে যখন কলকাতায় এসেছিলেন, তখন তাঁর সফরসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়িতে যাওয়ার কথা ছিল না৷ কিন্তু কলকাতায় এসে প্রবাদপ্রতিম বাম নেতার কথা শুনেই জ্যোতিবাবুর সঙ্গে দেখা করতে চান দিয়েগো মারাদোনা৷ সেবার মারাদোনাকে কলকাতায় নিয়ে আসার অন্যতম উদ্যোক্তা সিপিএম নেতা শমীক লাহিড়ির কথায়, ব্যস্ত সূচির মধ্যে দশ মিনিট সময় বের করলেও শেষ পর্যন্ত জ্যোতি বসুর বাড়িতে প্রায় ১ ঘণ্টা ছিলেন মারাদোনা৷
Photo- PTI/Jyotibabu Blogspot
ফিদেল কাস্ত্রোর সঙ্গে জ্যোতি বসুর ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানতে পেরেই তাঁর সঙ্গে দেখা করতে আরও বেশি করে আগ্রহী ছিলেন ফুটবলের রাজপু্ত্র৷ সল্টলেকে জ্যোতি বসুর মুখোমুখি হয়ে অনুবাদকের সাহায্যে মারাদোনা তাঁকে বলেছিলেন, 'আমি ফিদেল কাস্ত্রোকে খুবই শ্রদ্ধা করি৷ আর আপনি তাঁকে খুব কাছ দেখেছেন৷ আপনাকেও আমি খুুব কাছের মানুষ বলেই মনে করি৷'
Photo- PTI/Jyotibabu Blogspot
মারাদোনার দীর্ঘজীবন কামনা করে তাঁর হাতে একটি অনন্য উপহার তুলে দিয়েছিলেন কিংবদন্তি বাম নেতা৷ ফিদেল কাস্ত্রোর কলকাতা সফরের সময়ে তোলা বেশ কিছু ছবির একটি অ্যালবাম মারাদোনাকে উপহার দিয়েছিলেন জ্যোতি বসু৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়েছিলেন মারাদোনাও৷