AIFF-র সভাপতি পদ থেকে অপসারিত প্রফুল প্যাটেল

File Photo

File Photo

ভারতীয় ফুটবলের মসনদ থেকে অপসারিত প্রফুল প্যাটেল।

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: ভারতীয় ফুটবলের মসনদ থেকে অপসারিত প্রফুল প্যাটেল। দিল্লি হাইকোর্টের নির্দেশে পাঁচ মাসের মধ্যে নতুন করে নির্বাচন করতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনে। তার জন্য প্রশাসক হিসেবে আপাতত নিযুক্ত করা হল নির্বাচন কমিশনের প্রাক্তন প্রধান এস ওয়াই কুরেশিকে।

    আইনজীবী রাহুল মেহরার দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এদিন এই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। অভিযোগ, গত বছর ফেডারেশনে নির্বাচনে হলেও মানা হয়নি কেন্দ্রীয় ক্রীড়ার নিয়মনীতি। গত বছর ডিসেম্বরেই হওয়া ওই নির্বাচনে ২০২০ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন প্রফুল। কিন্তু সেটা শেষপর্যন্ত সম্ভব হল না আদালতের নির্দেশে ৷

    First published:

    Tags: AIFF Elections, Delhi High Court, Praful patel