রাশিয়ায় ইন্দ্রপতন ! কোরিয়ার কাছে হেরে বিদায় ‘বিশ্বচ্যাম্পিয়ন’ জার্মানির
Last Updated:
জার্মানি- ০ দক্ষিণ কোরিয়া- ২ ( কিম ইয়ং গুওন (৯০+২), সন হিউং মিন (৯০+৬)
জার্মানি- ০ দক্ষিণ কোরিয়া- ২ ( কিম ইয়ং গুওন (৯০+২), সন হিউং মিন (৯০+৬)
#কাজান: এবারের বিশ্বকাপে তথাকথিত ‘ছোট’ দলগুলি হেভিওয়েটদের বেশ কয়েকটি ম্যাচে চমকে দিলেও শেষ ষোলোয় যেতে কোনও সমস্যা হয়নি ফেভারিটদের ৷ কিন্তু বিশ্বকাপের প্রথম রাউন্ডে কোনও চমক থাকবে না, তা কী আর হয় ৷ বুধবার কাজানে চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়ে ফেলল দক্ষিণ কোরিয়া ৷ নিজেরা বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেলেও শেষ ম্যাচে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় ভেঙে দিলেন কিম ইয়ং গুওনরা ৷ জার্মানিকে ২-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটা ঘটালেন তারাই ৷ রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়নরা ৷
advertisement
advertisement
জার্মানি, সুইডেন, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ৷ রাশিয়া বিশ্বকাপে এই গ্রুপ-‘এফ’-কেই গ্রুপ অফ ডেথ ধরা হয়েছিল ৷ তাতে যে কোনও ভুল হয়নি সেটা বুধবারের দু’টো ম্যাচই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল ৷ এদিন অপর ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নক আউটে যেতে সফল সুইডেন ৷ পরের রাউন্ডে যেতে এদিন কোনওভাবেই ম্যাচ হারলে অথবা ড্র করলে হত না জার্মানির ৷ কিন্তু সেটাই শেষপর্যন্ত ঘটল ৷ পরপর দু’ম্যাচ হারা কোরিয়ার বিরুদ্ধেও হার হজম করল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ ম্যাচের দু’টো গোলই এল ইঞ্জুরি টাইমে ৷ ৯২ মিনিটে কিম ইয়ং গুওনের প্রথম গোলের পর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিলেন জার্মানরা ৷ সেইসময় গোল করতে উঠে যান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ারও ৷ সেই সুযোগ নিতে ভুল করেননি কোরিয়রা ৷ ফাঁকা গোলেই গোল করে দলের জয় নিশ্চিত করেন সন হিউং মিন ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2018 9:42 PM IST