এল ক্লাসিকোয় রোনাল্ডো, বার্সাকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
২০১৬-র পর লা লিগায় এল ক্লাসিকো জয় রিয়ালের। বার্নাব্যুতে রিয়ালের জয়ের সাক্ষী রোনাল্ডো।
রিয়াল মাদ্রিদ (২) --- বার্সেলোনা (০)
#মাদ্রিদ: ২০০৯ থেকে ২০১৮। সান্তিয়াগো বার্নাব্যুতে রাজ করেছেন তিনি। ২৯২ ম্যাচে করেছেন ৩১১টি গোল। রিয়াল মাদ্রিদের মুকুট খুলে জুভেন্তাসের জার্সি গায়ে তুলেও এল-ক্লাসিকো-কে ভুলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রবিবার বার্নাব্যুতে ভিভিআইপি লাউঞ্জ থেকেই সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোস শাসন দেখে গেলেন পাঁচ বারের ব্যালন জয়ী। ২০১৬-র পর প্রথমবার লা লিগায় বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ। তাও আবার ঘরের মাঠে। উপচে পড়া সান্তিয়াগো বার্নাব্যুতে।
advertisement
advertisement
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে অঙ্কে মশগুল ছিলেন দুই কোচ। লিওনেল মেসি-কে কড়া মার্কিংয়ে রাখছিলেন জিদানের ট্রাম্প কার্ড ক্যাসমিরো। লুকা মদ্রিচ ও ফারলান মেন্ডির পরিবর্তে রিয়ালের প্রথম একাদশে মার্সেলো ও টনি ক্রুস-কে এনেছিলেন জিদান। অন্যদিকে বার্সার প্রথম এগারোয় জুনিয়র ফিরপো ও র্যাকিটিচের জায়গা নিয়েছিলেন আর্থার ও জর্ডি আলবা। প্রথম ৪৫ মিনিট বার্নাব্যুতে বার্সা-রাজ। ৩৮ মিনিটে কুর্তোয়া রক্ষাকর্তা হয়ে না দাঁড়ালে গোলের মুখ খুলে ফেলেছিলেন এলএম টেন।
advertisement
ভারানে-কে টলিয়ে বক্সের মধ্যে থেকে মেসির শট কোনরকমে বাঁচান রিয়াল গোলরক্ষক। আর্থারের পা থেকেও অসাধারণ দক্ষতায় বল তুলে নিয়ে দলের পতন আটকান কুর্তোয়া। বিরতিতে স্কোরলাইন রিয়াল ০, বার্সেলোনা ০। দ্বিতীয় অর্ধের শুরু থেকেও বল পজেশনে এগিয়ে বার্সা। কাউন্টার অ্যাটাকে দ্রুত উঠে আসতে থাকেন মেসি, ভিদাল, গ্রিজমানরা। ৫৬ মিনিটে ইসকোর জোরালো শটে দুরন্ত সেভ বার্সা গোলরক্ষকের। বেঞ্জিমার ছটফটানিতে ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ।
advertisement

৭১ মিনিটে টনি ক্রুসের ডিফেন্স চেরা পাস থেকে গোল জুনিয়র ভিনিসিয়াসের। স্কোরলাইন রিয়াল মাদ্রিদ ১, বার্সেলোনা ০। পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় বার্সা। ম্যাচে ফিরতে মরিয়া বার্সেলোনা নামিয়ে দেয় জোড়া ফলা আনসু ফাতি ও র্যাকিটিচকে। ৮৩ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে ম্যাচের সহজ সুযোগ নষ্ট করেন পিকে। ৯১ মিনিটে বেনজেমার পরিবর্তে নেমে পরের মিনিটেই রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান সুপারসাব মারিয়ানো দিয়াজ। স্কোরলাইন রিয়াল মাদ্রিদ ২, বার্সেলোনা ০। ২৬ ম্যাচে রিয়াল পৌঁছে গেল ৫৬ পয়েন্টে। সমসংখ্যক ম্যাচে ৫৫ পয়েন্টে আটকে বার্সা। লা লিগায় এবার টানটান ফটো ফিনিশের অপেক্ষা।
advertisement
PARADIP GHOSH
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2020 9:14 AM IST