Cristiano Ronaldo: বক্স টু বক্স ১০ সেকেন্ডে! রোনাল্ডোর বয়স ৩৬, কেউ বলবে! দেখুন ভিডিও

Last Updated:

ইউরো কাপ শুরু হল বলে! তার আগে রোনাল্ডো ফিটনেসের যে লেভেল দেখালেন তাতে সবাই অবাক।

#মাদ্রিদ: বাইচুং ভুটিয়া একবার সাক্ষাত্কারে বলেছিলেন, একজন স্ট্রাইকারের ৩১ বছর বয়সে কেরিয়ারের সেরা সময়ে থাকে। কারণ সেই বয়সে তাঁর অভিজ্ঞতাও থাকে, আবার ফিটনেসও বজায় থাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩১ বছর পেরিয়েছেন অনেকদিন। এখন তিনি ৩৬। দেখে কিন্তু বোঝার উপায় নেই। এই বয়সে অনেক ফুটবলার ফিটনেস ফিরে পেতে চান। এমন বয়সে অনেকেরই ফিটনেস অস্ত যায়। কিন্তু তিনি ফিটনেস বজায় রাখতে সব করতে রাজি। খাওয়া-দাওয়া, জীবন-যাপনে যা বদল করেছেন, যে ধরণের অনুশাসনের মধ্যে তিনি থাকেন, তা সবার পক্ষে সম্ভব নয়। নিজেকে বাঁধা গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছেন তিনি। ফিট থাকতে সেই গণ্ডিতেই তাঁকে থাকতে হবে। সেটা তিনি জানেন। আর জানেন বলেই ওই গণ্ডি থেকে বেরোন না কখনও।
পর্তুগাল ও জুভেন্তাস, জাতীয় দল ও ক্লাবের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেন। রোনাল্ডো চোটের ভয়ে জাতীয় দলের হয়ে ১০০ শতাংশ দেন না, এমন অপবাদ কেউ দিতে পারবেন না। স্পেনের বিরুদ্ধে এদিন ইউরো কাপের ওয়ার্ম-আপ ম্যাচে রোনাল্ডো সেরাটাই দিলেন। তবে তাঁর দল জিততে পারল না। ড্র ম্যাচ সাধারণত সাদামাটা হয়। তবে রোনাল্ডো যে ম্যাচে খেলেন সেটা এমনিতেই রঙচঙে হয়ে যায়। এদিনও সেটাই হল। ৩৬ বছর বয়সী রোনাল্ডো ফিটনেসের এমন ঝলক দেখালেন যে ম্যাচের থেকে বেশি তাঁকে নিয়েই কথা হল। মাদ্রিদের এই ম্য়াচের শেষের দিকে, ৮৭ মিনিটে, রোনাল্ডো বক্স টু বক্স ছুটলেন মাত্র ১০ সেকেন্ডে। ইউরো কাপ শুরু হল বলে! তার আগে রোনাল্ডো ফিটনেসের যে লেভেল দেখালেন তাতে সবাই অবাক।
advertisement
advertisement
কখনও স্পট জাম্প, কখনও উইথ দ্য বল দৌড়, রোনাল্ডো যে ফিটেস্ট, তা বহুবার প্রমাণ করেছেন। তবে তিনি যেন একটা বেঞ্চমার্ক তৈরি করে রেখে যেতে চান। ফিটনেসের সেই বেঞ্চমার্ক তাঁর নামেই খোদাই থাকবে। সেটা পার করা দুঃসাধ্য হবে পরের প্রজন্মের ফুটবলারদের জন্য। ২০১৮ বিশ্বকাপে রোনাল্ডো স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। তবে এদিন তিনি থাকতেও পর্তুগাল জিতল না। যদিও তিনি মাঠে নামতেই পর্তুগালের ফুটবলারদের শরীর ভাষা বদলে গেল। মাদ্রিদের এস্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম গমগম করল রোনাল্ডো ভক্তদের চিত্কারে। আর সেই চিত্কারই যেন রোনাল্ডোকে আরও উজ্জীবিত করে দিল। ম্যাচের শেষ দিকে তিনি টিনএজারের মতো দ্রুতগতিতে ছুটলেন। ৩৬ বছর বয়সে সে কী অসম্ভব দৌড়!
বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo: বক্স টু বক্স ১০ সেকেন্ডে! রোনাল্ডোর বয়স ৩৬, কেউ বলবে! দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement