Cristiano Ronaldo record: পেলেকে টপকে শীর্ষে সি আর সেভেন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
হ্যাটট্রিকের সুবাদে রোনাল্ডো পেলের রেকর্ড ভেঙে দিলেন। ক্রিশ্চিয়ানোর মোট গোল হল ৭৭০, ক্লাব ও দেশ মিলিয়ে। পেলের ছিল ৭৬৭
কিন্তু ঘটনা হল এই হ্যাটট্রিকের সুবাদে রোনাল্ডো পেলের রেকর্ড ভেঙে দিলেন। ক্রিশ্চিয়ানোর মোট গোল হল ৭৭০, ক্লাব ও দেশ মিলিয়ে। পেলের ছিল ৭৬৭। এই ম্যাচের আগে দুজনেই ছিলেন এক বিন্দুতে। ৬৬৮ গোল করেছেন রোনাল্ডো, ক্লাবের হয়ে। পর্তুগালের জার্সিতে ১০২ গোল। ক্লাবের হিসাব আলাদা করে ধরলে – ৫ গোল স্পোর্তিং লিসবন-এর হয়ে, ম্যানচেস্টার ইউনাইটেড-এ ১১৮, রিয়াল মাদ্রিদে জীবনের সেরা সময়ে ৪৫০ এবং এখনকার ক্লাব জুভেন্তাসে ৯৫ গোল।
advertisement
এমনিতে বলা হয় সব মিলিয়ে ব্রাজিলীয় কিংবদন্তি নাকি হাজারের ওপর গোল করেছেন। যদিও ফিফা সরকারি হিসেবে তা মান্য করেনি। তাই পেলের গোল সংখ্যা পেশাদার জীবনে ৭৬৭ এই নিয়ে দ্বিধা নেই কোনও। রোনাল্ডোর এই রেকর্ডের দিনে ফুটবল সম্রাট শুভেচ্ছা জানাতে ভোলেননি। পর্তুগিজ মহাতারকার খেলা দেখতে তিনি পছন্দ করেন জানিয়েছেন তিন বারের বিশ্বকাপ জয়ী পেলে।
advertisement
advertisement
পাল্টা সৌজন্যে দেখিয়েছেন রোনাল্ডো। পেলের রেকর্ড এবং কৃতিত্বের কথা শুনে তিনি বড় হয়েছেন, কোনও দিন স্বপ্নেও ভাবেননি আজ এই জায়গায় পৌঁছাবেন। ফুটবলার এবং মানুষ হিসেবে পেলে সকলের আইকন মনে করিয়ে দিয়েছেন সিআর সেভেন। তাই রেকর্ডের বিচারে তিনি শীর্ষে থাকলেও পেলের শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত জানিয়েছেন রোনাল্ডো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2021 9:19 PM IST