রোনাল্ডোর বিদায়ী বার্তা ছুঁয়ে গেল মন, বিদায় রিয়াল, স্বাগত জুভেন্তাস

Last Updated:

রিয়াল ছাড়ছেন খবরটা কিছুদিন আগেই জানা হয়ে গিয়েছিল তবে তাতে সরকারি সিলমোহর পরাটা বাকি ছিল ৷

#মাদ্রিদ : রিয়াল ছাড়ছেন খবরটা কিছুদিন আগেই জানা হয়ে গিয়েছিল তবে তাতে সরকারি সিলমোহর পরাটা বাকি ছিল ৷  মঙ্গলবার সেটা সরকারি হয়ে গেল ৷
এরপরেই নিজের রিয়াল ফ্যানদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন ৷ যা রিয়াল ওয়েবসাইটেই রয়েছে ৷ রোনাল্ডো লিখেছেন,

‘‘ রিয়াল মাদ্রিদে ও মাদ্রিদ শহরে এই  কয়েকটা বছর আমার সেরা জীবনের সেরা সময় ৷ ’’

‘‘এই ক্লাবের প্রতি আমি শ্রদ্ধাবনত, আমার হবি-র প্রতি, আমার এই শহরের প্রতি ৷ ওঁদের থেকে আমি  যে ভালোবাসা ও স্নেহ পেয়েছি তার জন্য সকলকে ধন্যবাদ ৷ ’’

‘‘ যদিও আমি মনে করি সেই সময় এসেছে ৷ যখন আমার জন্য একটা নতুন মঞ্চ অপেক্ষা করে আছে ৷ তাই আমি ক্লাবকে আবেদন করেছি আমার ট্রান্সফারের আবেদন মঞ্জুর করার জন্য ৷ সেরকমটা আমি সকলকেই বলছি ৷ বিশেষত আমার ফ্যান ও অনুগামীদের ৷ তাঁদের কাছে আমার অনুরোধ তাঁরা যেন আমার বিষয়টি বোঝার চেষ্টা করেন ৷ ’’

advertisement
advertisement
এদিকে ইতিমধ্যেই জুভেন্তাস রোনাল্ডোকে স্বাগত জানিয়েছে ৷ সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে রীতিমতো হিল্লোল তৈরি হয়েছে ৷
Photo Courtesy - Juventus / Twitter Handle Photo Courtesy - Juventus / Twitter Handle
বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোর বিদায়ী বার্তা ছুঁয়ে গেল মন, বিদায় রিয়াল, স্বাগত জুভেন্তাস
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement