রোনাল্ডোর বিদায়ী বার্তা ছুঁয়ে গেল মন, বিদায় রিয়াল, স্বাগত জুভেন্তাস
Last Updated:
রিয়াল ছাড়ছেন খবরটা কিছুদিন আগেই জানা হয়ে গিয়েছিল তবে তাতে সরকারি সিলমোহর পরাটা বাকি ছিল ৷
#মাদ্রিদ : রিয়াল ছাড়ছেন খবরটা কিছুদিন আগেই জানা হয়ে গিয়েছিল তবে তাতে সরকারি সিলমোহর পরাটা বাকি ছিল ৷ মঙ্গলবার সেটা সরকারি হয়ে গেল ৷
এরপরেই নিজের রিয়াল ফ্যানদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন ৷ যা রিয়াল ওয়েবসাইটেই রয়েছে ৷ রোনাল্ডো লিখেছেন,
‘‘ রিয়াল মাদ্রিদে ও মাদ্রিদ শহরে এই কয়েকটা বছর আমার সেরা জীবনের সেরা সময় ৷ ’’
‘‘এই ক্লাবের প্রতি আমি শ্রদ্ধাবনত, আমার হবি-র প্রতি, আমার এই শহরের প্রতি ৷ ওঁদের থেকে আমি যে ভালোবাসা ও স্নেহ পেয়েছি তার জন্য সকলকে ধন্যবাদ ৷ ’’
‘‘ যদিও আমি মনে করি সেই সময় এসেছে ৷ যখন আমার জন্য একটা নতুন মঞ্চ অপেক্ষা করে আছে ৷ তাই আমি ক্লাবকে আবেদন করেছি আমার ট্রান্সফারের আবেদন মঞ্জুর করার জন্য ৷ সেরকমটা আমি সকলকেই বলছি ৷ বিশেষত আমার ফ্যান ও অনুগামীদের ৷ তাঁদের কাছে আমার অনুরোধ তাঁরা যেন আমার বিষয়টি বোঝার চেষ্টা করেন ৷ ’’
advertisement
advertisement
এদিকে ইতিমধ্যেই জুভেন্তাস রোনাল্ডোকে স্বাগত জানিয়েছে ৷ সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে রীতিমতো হিল্লোল তৈরি হয়েছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2018 2:27 PM IST