Ronaldo Bentley Car : রোনাল্ডোর নতুন গাড়ির দাম চোখ মাথায় তুলবে !
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo of Manchester United buys new car of Bentley Flying Spur. ইউনাইটেডে ফিরে আড়াই লাখ ইউরো (ভারতীয় মুদ্রায় তিন কোটি টাকার বেশি) মূল্যে বেন্টলি ফ্লায়িং স্পার কিনেছেন রোনাল্ডো। গত বৃহস্পতিবার এই নতুন বেন্টলি গাড়িটি চালিয়ে ক্লাবের ক্যারিংটন ফ্যাসিলিটিতে অনুশীলন করতে গিয়েছিলেন
নিজের পুরোনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পর যে তিনি নতুন গাড়ি কিনবেন, তা একপ্রকার অনুমেয়ই ছিল। তা করতে বেশিদিন সময় নিলেন না বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ইউনাইটেডে ফিরে আড়াই লাখ ইউরো (ভারতীয় মুদ্রায় তিন কোটি টাকার বেশি) মূল্যে বেন্টলি ফ্লায়িং স্পার কিনেছেন রোনাল্ডো। গত বৃহস্পতিবার এই নতুন বেন্টলি গাড়িটি চালিয়ে ক্লাবের ক্যারিংটন ফ্যাসিলিটিতে অনুশীলন করতে গিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী।
advertisement
advertisement
সে সময় তাঁর মুখে তেমন হাসি দেখা যায়নি। কারণ ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে ক্যাপিট্যাল ওয়ান কাপ থেকে বিদায় নিয়েছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচটিতে দলে ছিলেন না পর্তুগিজ তারকা। তবে মাঠে বসে খেলা দেখেছেন তিনি। অনুশীলনে যাওয়ার সময় তার পেছনে রেঞ্জ রোভারে ছিলেন দুজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। সেই রেঞ্জ রোভার গাড়িটিও রোনাল্ডোর নিজের সংগ্রহের একটি। রোনালদোর কেনা এই নতুন বেন্টলি ফ্লায়িং স্পার গাড়িটি ২০১৯ সালের জুনে তৃতীয় সংস্করণ হিসেবে নতুন ডিজাইনে বাজারে আনা হয়।
advertisement
এটিতে রয়েছে ৬ লিটারে ডব্লিউ-১২ বাইটার্বো ইঞ্জিন। যা ৬৩৫ হর্সপাওয়ার দিয়ে থাকে। সিআর সেভেনের সংগ্রহে এরই মধ্যে রয়েছে তিনটি ফেরারি, দুইটি লাম্বোরগিনি, দুইটি বুগাট্টি, দুইটি ম্যাকলারেন, দুইটি রোলস রয়েস, একটি পোরশে ৯১১ টারবো, একটি কোয়েইনিগসেগ, একটি বেন্টলি কন্টিনেন্টার জিটি স্পিড, একটি রেঞ্জ রোভার এবং কয়েকটি অডি ও মার্সিডিজ গাড়ি। তবে মাঠে নেমে তার কাজ কী সেটা ভুলে যাননি পাঁচবারের ব্যালন ডি ওর জয়ী। তবে একটা গাড়ি বারবার ব্যবহার করেন না তিনি। তার আগে অবশ্য ইংল্যান্ডে পৌঁছে নিজের বাসস্থান বদল করেছেন রোনাল্ডো। একটু নিরিবিলি পরিবেশে বিশাল খামার বাড়িতে আছেন পরিবার নিয়ে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 4:46 PM IST