রোনাল্ডো কি এবার রিয়াল ছেড়ে জুভেন্তাসে ? জল্পনা তুঙ্গে

Last Updated:

এক স্প্যানিশ সংবাদপত্রের দাবি, পর্তুগীজ মহাতারকা এবার ইতালির পথে ৷

#মাদ্রিদ: বিশ্বকাপ থেকে বেশ কিছুদিন হয়েছে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের ৷ দেশে ফিরে আপাতত বিশ্রামে সিআরসেভেন ৷ কিন্তু এর মধ্যেই তাঁর ক্লাব বদল করা নিয়ে জল্পনা তুঙ্গে ৷ রোনাল্ডো কি সত্যি এবার রিয়াল ছাড়ছেন ? কিন্তু স্পেনের ক্লাব ছেড়ে এবার কোথায় ৷ এক স্প্যানিশ সংবাদপত্রের দাবি, পর্তুগীজ মহাতারকা এবার ইতালির পথে ৷ নিজের ছোটবলার প্রিয় ক্লাব জুভেন্তাসেই যোগ দিতে চলেছেন রোনাল্ডো ৷
স্পেনের ওই সংবাদপত্রের দাবি,  ‘‘রিয়ালের সঙ্গে রোনাল্ডোর প্রতিনিধিদের কথা হয়েছে। ও জুভেন্তাসে সই করতে চায়। রোনাল্ডোকে নিতে রিয়ালকে একশো মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আটশো কোটি টাকা) দিতে হবে।’’
জুভেন্তাসের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এবিষয়ে কিছুই জানানো হয়নি ৷ ইতিমধ্যেই ব্রাজিলীয় তারকা নেইমারের রিয়ালে যোগ দেওয়ার খবর ছড়িয়েছে ৷ কিন্তু নেইমার রিয়ালে, নাকি রোনাল্ডো জুভেন্তাসে, তা জানতে অবশ্য আর কিছুদিন অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ অন্তত বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তো বটেই ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডো কি এবার রিয়াল ছেড়ে জুভেন্তাসে ? জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement