সেনেগাল (০) -কলম্বিয়া (১) (মিনা)
#সামারা : জাপানকে পোল্যান্ড হারিয়ে দিলেও এশীয় দেশ হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়ে গেল তারা , সৌজন্যে সেনেগাল বনাম কলম্বিয়া ম্যাচের ফলাফল ৷ এদিন সেনেগালকে কলম্বিয়া এদিন হারিয়ে দিল ১-০ গোলে ৷
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে গ্রুপ এইচে তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে ছিল তারা ৷ কিন্তু ম্যাচে ১-০ গোলে জিতে এই বিভাগ থেকে এক নম্বর দল হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট বুক করল ৷
পুরো টুর্নামেন্টের মতো এদিনও ভালো ফুটবল খেলছিল সেনেগাল ৷ কিন্তু ভাগ্যদেবী তাদের ওপর প্রসন্ন ছিলেন না ৷ অন্যদিকে ৭৪ মিনিটে মিনার করা গোলে জয় ও তিন পয়েন্ট পেয়ে যায় কলম্বিয়া ৷
শুধু তাই নয় এই জয়ের ফলে নক আউটের ছাড়পত্র পেয়ে গেলেন রডরিগেজ ও ফ্যালকাওরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Colombia, Senegal