যুবভারতীতে চিলির জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে বিতর্ক
Last Updated:
ম্যাচ শুরুর ঠিক আগেই একটা সমস্যা ৷ যেটা চিলির জাতীয় সঙ্গীত ৷
#কলকাতা: শহরে প্রথমবারের জন্য কোনও ফিফা বিশ্বকাপের ম্যাচের আসর ৷ আয়োজনের কোনও ত্রুটি ছিল না ৷ কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগেই একটা সমস্যা ৷ যেটা চিলির জাতীয় সঙ্গীত ৷
ফিফার নিয়ানুযায়ী ৯০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে গান ৷ কিন্তু চিলির জাতীয় সঙ্গীতের সময় প্রায় ১২০ সেকন্ডের কাছাকাছি ৷ তাই নিয়ম মেনেই ৯০ সেকেন্ড পর মাঠে গান রবিবার থামিয়ে দেওয়া হয়েছিল ৷ কিন্তু গান থামাননি চিলির ফুটবলাররা ৷ মাঠে দাঁড়িয়ে পুরো জাতীয় সঙ্গীতই গেয়ে যান ফুটবলাররা ৷ এই সমস্যার সমাধান কী ভাবে করা যায়, তা নিয়ে এখন চিন্তিত ফিফা ৷ কারণ এর আগেও ফিফা বিশ্বকাপে এই সমস্যা দেখা গিয়েছে ৷
advertisement
যুবভারতীতে এদিন অপর ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ইরাক ৷ প্রথমে গোল করে এগিয়ে গেলেও শেষরক্ষা করতে পারেনি ইরাক৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2017 11:08 AM IST