Home /News /sports /
চিলি কোচের গলায় যুবভারতীর প্রশংসা

চিলি কোচের গলায় যুবভারতীর প্রশংসা

কলকাতার মাঠ সত্যি অসাধারণ ৷

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে রবিবার ছিল প্রচুর গোল হওয়ার দিন ৷ কলকাতায় চিলিকে ইংল্যান্ড ৪-০ গোলে হারানোর পাশাপাশি এদিন গুয়াহাটিতে অপর ম্যাচে দুর্বল নিউ ক্যালেডোনিয়াকে ৭-০ গোলে হারায় ফ্রান্স ৷ যুবভারতীতে এদিন ইংল্যান্ড-চিলি ম্যাচ একেপেশে হলেও চার চারটি গোল দেখে খুশি শহরের ফুটবলপ্রেমীরা ৷ যুবভারতীতে এদিন ৬৬ হাজারের বেশি দর্শক আসার কথা থাকলেও মাঠ অবশ্য পুরো ভরল না ৷ ফিফা সূত্রে খবর, ৪৬ হাজার ১৫৪ জন দর্শকই খেলা দেখতে এসেছিলেন মাঠে ৷

  চিলির সামনে আজকে ইংল্যান্ড বাদেও আরও একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা হল কলকাতার গরম ৷ গত কয়েকদিন গরমেই কাহিল হয়ে পড়েছিলেন লাতিন আমেরিকার ফুটবলাররা ৷ রবিবার সকাল থেকেই দু-এক পশলা বৃষ্টি হলেও ভারতের আবহাওয়ার সঙ্গে যে এখনও খাপ খাওয়াতে পারেনি চিলি, সেটা ম্যাচে তাদের এনার্জি লেভেল দেখেই পরিষ্কার ৷ইংল্যান্ড ম্যাচ হারার পর এখন আরও চিন্তা বাড়ল চিলির কোচ হেক্টর হার্নান কাপুতো গোমেজের ৷ কারণ এর পরের প্রতিদ্বন্দ্বী ইরাক এবং দু’বারের চ্যাম্পিয়ন মেক্সিকো ৷ ম্যাচের পর চিলির ফুটবলাররা হোটেলে চলে গেলেও যুবভারতীতে ইরাক-মেক্সিকো ম্যাচ বসে দেখেন চিলি কোচ ৷

  ম্যাচে স্যাঞ্চো-গোমেজদের কাছে চার গোল হজম করা ছাড়াও চিলির মাথা ব্যথার আরেকটা কারণ এখন গোলকিপার বরকুয়েজের লাল কার্ড দেখা ৷ পরের ম্যাচ তাঁকে পাচ্ছে না দল ৷ সাংবাদিক সম্মেলনে যদিও চিলি কোচ জানান, তাঁদের দলে আরও দু’জন দুর্দান্ত গোলকিপার রয়েছে ৷ কিন্তু প্রথম গোলকিপারই যখন চার গোল হজম করেন, তখন রিজার্ভ গোলকিপারদের দিয়ে মেক্সিকোকে আটকানো কীভাবে সম্ভব হবে সেটাই এখন চিন্তার বিষয় ৷তবে ম্যাচের পর যুবভারতী এবং বিপক্ষ দলের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসাই শোনা গিয়েছে কাপুতো গোমেজের গলায় ৷ চিলি কোচ বলেন, ‘‘ স্যাঞ্চো সত্যি অসাধারণ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের কোনও গেম প্ল্যানই আজ খাটেনি ৷ ওরা আগাগোড়াই ম্যাচে দুর্দান্ত খেলেছে ৷ আমাদের পারফরম্যান্সও এদিন অত্যন্ত খারাপ হয়েছে ৷ প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে এরপর আলাদা আলাদা বসতে হবে ৷কলকাতার মাঠ সত্যি অসাধারণ ৷শুধু মাঠের ভিতরটাই নয়, সবমিলিয়ে দুর্দান্ত একটা স্টেডিয়াম ৷আমরা হয়তো জিততে পারিনি ৷ কিন্তু দলের তরুণ ফুটবলারদের দারুণ একটা স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা হল ৷’’

  First published:

  Tags: Chile, FIFA U17 WC, FIFA U17 World Cup 2017, Héctor Hernán Caputto Gómez