Champions League 2020-21: Shakhtar-র বিরুদ্ধে ধামাল জয়, চ্যাম্পিয়ন্স লিগে ৫-০ গোলে জিতল Real Madrid
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Champions League 2020-21: শাখতার দোনেক্সের (Shakhtar Donetsk vs Real Madrid) বিরুদ্ধে ৫-০ গোলে জিতল রিয়েল মাদ্রিদ৷
#কিয়েভ: চ্যাম্পিয়ন্স লিগে (Champions League 2021-22) জোরালো কামব্যাক রিয়েল মাদ্রিদের (Real Madrid) ৷ শাখতার দোনেক্সের বিরুদ্ধে ৫-০ গোলে ম্যাচ জিতলেন বেঞ্জিমারা৷ এদিনের রাতে ফুটবল (Football) পায়ে মাঠ দাপাল স্প্যানিশ জায়ন্টরা৷ কার্লো আনসেলোত্তির রিয়েল মাদ্রিদ শেরিফের কাছে হঠাৎ হেরে যাওয়ায় রিয়েল মাদ্রিদ ফ্যানরা চমকে গিয়েছিলেন কিন্তু এদিন আর কোনও ভুলচুক হয়নি৷ শাখতার দোনেক্সের (Shakhtar Donetsk vs Real Madrid) বিরুদ্ধে ৫-০ গোলে জিতল রিয়েল মাদ্রিদ৷
কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগে (Champions League 2021-22) শুরুর দিকে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করে৷ আগের মরশুমেই শাখতার দোনেক্সের বিরুদ্ধে রিয়েল মাদ্রিদ হেরে গিয়েছিল৷ ফলে কেউই ম্যাচ হেভিওয়েট হিসেবে শুরু করেনি৷ কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই ম্যাচ থেকে হারিয়ে গেছে শাখতার দোনেক্স (Shakhtar Donetsk vs Real Madrid)৷ আর ম্যাচ ধার জমিয়েছে রিয়েল মাদ্রিদ৷ রিয়েলের হয়ে এদিন নজর কেড়ে নেন ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেঞ্জিমা৷
advertisement
আরও পড়ুন- ICC T20 World Cup 2021: টি টোয়েন্টি-র এক নম্বর দল ইংল্যান্ডের শক্তি ও দুর্বলতা কোথায়, জানুন দল
advertisement
শাখতার দোনেক্সের রক্ষণের ছিদ্র দিয়ে বড় বড় আক্রমণ শানায় রিয়েল মাদ্রিদ৷ খেলার ৩৬ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন কিরিভস্তভ৷ ১-০ গোলে এগিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা৷
advertisement
দেখে নিন খেলার ম্যাচের ভিডিও
দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণের গতি আরও বাড়ায় রিয়েল মাদ্রিদ৷ ৫১ মিনিটে গোল করেন ভিনিয়াস জুনিয়ার৷ ৫৬ মিনিটে নিজের নামের পাশে আরও একটি গোল লিখে নেন৷
advertisement
Perfect night! Time to focus in #ElClasico Vamos!! 💪🙏 pic.twitter.com/GCihEylWQl
— Luka Modrić (@lukamodric10) October 19, 2021
🗣️ @RodrygoGoes: "It's a great win for the team."#UCL pic.twitter.com/sWhYgJEbFk
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) October 19, 2021
advertisement
৬৪ মিনিটে রিয়েল মাদ্রিদের হয়ে গোল করেন রড্রিগো৷ সংযুক্তি সময়ে করিম বেঞ্জিমা গোল করে যান৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2021 9:34 AM IST