Brazil World Cup qualifier : নেইমার ছাড়াই ভেনেজুয়েলাকে সহজে হারাল ব্রাজিল

Last Updated:

Brazil fought back from a goal down to score three times in the second half over Venezuela. ব্রাজিলকে অবশ্য ভেনেজুয়েলার বিপরীতে শেষ পর্যন্ত হার দেখতে হয়নি। ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব টেবিলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল।

গোল করার পর উচ্ছ্বাস গ্যাব্রিয়েল 
বারবোসার
গোল করার পর উচ্ছ্বাস গ্যাব্রিয়েল বারবোসার
ব্রাজিল -৩
#কারাকাস: নির্ধারিত সময়ে শেষ বাঁশি বাজার আধঘন্টা আগ পর্যন্ত হার চোখ রাঙিয়েছে ব্রাজিলকে। সে সময় নিশ্চয়ই নেইমারকে মনে পড়েছে ব্রাজিল সমর্থকদের। হলুদ কার্ড নিষেধাজ্ঞায় আজ কারাকাসে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে ছিলেন না পিএসজি তারকা। ব্রাজিলকে অবশ্য শেষ পর্যন্ত হার দেখতে হয়নি। ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব টেবিলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। ম্যাচে ঠিকমতো গা গরম হওয়ার আগেই গোল হজম করে তিতের দল। ১১ মিনিটে ভেনেজুয়েলা ফরোয়ার্ড এরিক রামিরেজ হেডে গোল করেন।
advertisement
advertisement
এই গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। ৭১ মিনিটে মারকিনিওসের হেডে সমতায় ফেরার পর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় অতিথিরা। গোল করেন গ্যাব্রিয়েল। যোগ করা সময়ের ৫ মিনিটে ম্যাচের শেষ গোলটি বদলি হিসেবে অভিষেক ঘটা আন্তনির। ব্রাজিল দুই গোল ব্যবধানে জিতলেও খেলা মন ভরাতে পারেনি। আক্রমণভাগে হতাশ করেছেন কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখার পর এই প্রথম ব্রাজিলের একাদশে সুযোগ পাওয়া গ্যাব্রিয়েল জেসুস।
advertisement
৬৩ মিনিটে লুকাস পাকেতার বদলি হয়ে নামা ভিনিসিয়ুস জুনিয়রও কার্যকরি ভূমিকা রাখতে পারেননি। তবে ৪৫ মিনিটে এভারটন রিবেইরোর বদলি হয়ে নামা রাফিনহার পারফরম্যান্স ছিল দেখার মতো। মারকিনিওস ও আন্তনির গোলের উৎস ছিলেন লিডস ইউনাইটেড মিডফিল্ডার। ব্রাজিলের হয়ে অভিষেকেই ২১টি পাস খেলেছেন, যার মধ্যে ৩টি গোল হওয়ার মতো পাস দিয়ে দুটি আদায় করিয়েছেন দুই সতীর্থকে দিয়ে।
advertisement
বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে ১৭ ম্যাচে ভেনেজুয়েলা কখনো ব্রাজিলকে হারাতে পারেনি। আজ ব্রাজিলিয়ান রক্ষণে ফাবিনিও ও মারকিনিওসের ভুলের ‍সুযোগে গোল করে জয়ের সুবাস ছড়ার ভেনেজুয়েলার রামিরেজ। কিন্তু পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে তেমন আক্রমণ করে ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাজিল। বিরতির পর বুদ্ধিদীপপ্ত কিছু বদলি করে ম্যাচের মোড় ঘুরিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
advertisement
ভিনিসিয়ুস হতাশ করলেও ৮৫ মিনিটে খেলা তৈরিতে দারুণ ভূমিকা রাখেন, এই মুভ থেকেই পেনাল্টি পায় ব্রাজিল। বক্সে ফাউল করে বসেন ভেনেজুয়েলার অস্কার গনজালেজ। গ্যাব্রিয়েল পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেওয়ার পর ভেনেজুয়েলা আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো একদম শেষ মুহূর্তে আরও একটি গোল হজম করে বসে।
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখল ব্রাজিল। ৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে টানা ১০ ম্যাচ জিতল ব্রাজিল। এই টুর্নামেন্টের ইতিহাসে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল তিতের দল। উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ গোলশুন্য ড্র হয়।
বাংলা খবর/ খবর/খেলা/
Brazil World Cup qualifier : নেইমার ছাড়াই ভেনেজুয়েলাকে সহজে হারাল ব্রাজিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement